Re: প্রথম আলোতে প্রজন্ম ফোরাম
আমি পাইলাম ৩৮ মেইল। আপনি ৪৭ পাইলেন কেমনে?:rolleyes:
আর মেহেদী ভাইকে ধন্যবাদ দিয়ে লজ্জ্বিত করতে চাই না;q! সকালের ঘুম ভাঙ্গিয়ে একটা তাজা খবর দেয়ার জন্য ধন্যবাদ:">:x!
what to do?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » প্রথম আলোতে প্রজন্ম ফোরাম
আমি পাইলাম ৩৮ মেইল। আপনি ৪৭ পাইলেন কেমনে?:rolleyes:
আর মেহেদী ভাইকে ধন্যবাদ দিয়ে লজ্জ্বিত করতে চাই না;q! সকালের ঘুম ভাঙ্গিয়ে একটা তাজা খবর দেয়ার জন্য ধন্যবাদ:">:x!
আমি পাইলাম ৩৮ মেইল। আপনি ৪৭ পাইলেন কেমনে?:rolleyes:
বুঝলাম না।
তবে সাধারণ হিসাবে এটা বোঝা যায় আজকে যিনি প্রথম নিবন্ধন করেছেন তার (Anwar) আইডি ১৬০৭ এবং সর্বশেষ (এখন পর্যন্ত) নিবন্ধিতের আইডি ১৬৭৩। যদিও এদের মধ্যে অধিকাংশই কোন পোষ্ট করেনি।
মেহেদী আকরাম কে ধন্যবাদ... এবং প্রজন্মকে অভিনন্দন.... আর সবাইকে শুভেচ্ছা.. (এইটা অবশ্য ফ্রি...)
মেহেদী ভাইকে ধন্যবাদ।
আরো বিখ্যাত দৈনিক সমূহে ছাপার ব্যবস্থা নেয়া হোক
দেখি চেষ্টা করে।
আরো বিখ্যাত দৈনিক সমূহে ছাপার ব্যবস্থা নেয়া হোক
আরো বিখ্যাত মানে..................?? ইউরোপ/এ্যমেরিকা/অস্ট্রেলিয়া এইসব দেশের পেপারের কথা বলছেন??
এইদেশে প্রথম আলোর চেয়েও বিখ্যাত দৈনিক আরো আছে??
মেহেদী ভাই আমি বলেছি আরো অন্যসব বিখ্যাত দৈনিকের কথা আপনি আমাকে ভুল বুঝেছেন
কোন মেহেদীকে বলছেন? মেহেদী আকরাম বা মেহেদী হাসান বলুন।=))=))=))
মেহেদী ভাই আপনাকে অনে....ক ধন্যবাদ।
মেহেদী আকরাম ভাই খবরটা পেপারে পড়েছি কিন্ত আপনাকে ধন্যবাদ জানানোর সুযোগ হয়নি। এইমাত্র পোস্টটি দেখেই (y)।
চালিয়ে যান। প্রজন্মে নতুনের আগমনে ভরে যাক।
গুড জব।প্রজন্ম ফোরাম আরো প্রসারিত হোক।
মেহেদী আকরাম,
আপনাকে অসংখ ধন্যবাদ এমন একটা কাজ করার জন্য।
আরকটা বিষয় বলি বলি করেও বলা হয়নি, সেই প্রথম যেদিন ফরামে ঢুকেছি সেদিনই জিনিষটা আমার দারুনভাবে অনুপ্রানিত করেছে। বিষয় টা হলো
"নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???'
::oo:o:o:o:o:o
আমি নতুন সদস্য তাই ফোরামের ব্যাপারে একটু সাহয্য করলে খুশি হব।
ইয়া আল্লাহ্, আপনি প্রথম আলোর সাংবাদিক ??? অনেক শুভেচ্ছা আপনাকে। যেটা করেছেন সেটা অনেক বড় মাপের কাজ। ধন্যবাদ।
আমি নতুন সদস্য তাই ফোরামের ব্যাপারে একটু সাহয্য করলে খুশি হব।
এ্যম....আচ্ছা প্রথম থেকেই বোঝাই। ফোরামের মুল বিষয় বিভিন্ন ব্যপারে আলোচনা, পরামর্শ, সুখের দু:খের আনান্দের কষ্টের ব্যপার গুলা অপরের (ফোরামের অন্যান্য সদশ্য ) সাথে ভাগ করা, উৎসাহ ব্যঞ্জক কথা বলা, কাউকে (হাসির ব্যপারে) খোচা দেয়া কিন্তু কটাক্ষ করে ঝগড়া না করা
ইত্যাদি।
এবার আসুন কি ভাবে করবেন জানা যাক। আপনি "হোম" ট্যবে ক্লিক করে আপনার খুসি মত যেকোনো সাব-ফোরাম বা ক্যটাগোরিতে গিয়ে (মানে ক্লিক করে) বা "চলতি টপিক" বা "নতুন পোস্ট" বা "উত্তর বিহীন টপিক" ট্যবে ক্লিক করে, কোনো ব্যপার (টপিক) টা বুঝে কিছু লিখতে চাইলে কাগজের (পেইজ) নিচে একটা খালি বাক্সো পাবেন, সেখানে আপনি আপনার কথা গুলা লিখে "সাবমিট" বা "উত্তর দিন" বোতামে (বাট্ন্) ক্লিক করে অপরের (ফোরামের অন্যান্য সদশ্য) সাথে ভাগ (শেয়ার) করতে পারবেন। সহজে এটাই বলতে চাইছি।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » প্রথম আলোতে প্রজন্ম ফোরাম
০.০৮৩০৯৫০৭৩৬৯৯৯৫১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.১৪৮৩৯৬৬৬৪৮১১ টি কোয়েরী চলেছে