টপিকঃ জঙ্গিদের অর্থ যোগানদাতা সংক্রান্ত আজকের একটি প্রতিবেদন।
দৈনিক দিনকাল "১৮/০৪/০৭" এর মতে জঙ্গিদের অর্থ যোগানদাতা আওয়ামী লীগ নেতা শেখ আবদুল্লাহর গুলশানের বাসায় যৌথ বাহিনী অভিযান চালায়শায়খ আবদুর রহমান এবং বাংলাভাইকে অর্থ যোগানদাতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহর গুলশানের বাসভবনে গতকাল মঙ্গলবার বিকালে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এই বাসা থেকে আপত্তিকর কিছু কাগজপত্র উদ্ধার করে নিয়ে গেছে যৌথবাহিনী। তবে যৌথবাহিনী এ ব্যাপারে কোন তথ্য দেয়নি। এর আগে ১০ এপ্রিল যৌথবাহিনী শেখ আবদুল্লাহর গোপালগঞ্জের বাড়িতে অভিযান চালায়। গ্রামের বাড়ি থেকে বিভিন্ন সরকারি অফিসের সিল ও কাগজপত্র উদ্ধার করা হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক আবদুল জলিলের সবুজ সংকেত নিয়েই শেখ আবদুল্লাহ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান, বাংলাভাই, আতাউর রহমান সানি ও আউয়ালদের সঙ্গে যোগাযোগ ¯’াপন করেন এবং টাকা সরবরাহ করেন। এই টাকা দিয়েই তারা ভারত থেকে বিস্ফোরক দ্রব্য এনে দেশে সন্ত্রাস সৃষ্টি এবং মানুষ হত্যা করে। গত ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর থেকে শেখ আবদুল্লাহর নাম প্রকাশ হয়। আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা আজমের ভাগ্নি জামাই আউয়াল এবং বেয়াই সানি কোর্টে ১৬৪ ধারায় প্রদত্ত জবানবন্দীতে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের নাম প্রকাশ করে। জঙ্গিদের অর্থ যোগানদাতা ছাড়াও শেখ আবদুল্লাহ দুর্নীতিবাজদের দ্বিতীয় তালিকাভুক্ত। তিনি পলাতক রয়েছেন,