টপিকঃ আমি ভাল আছি... আপনি?
এক চাষী তার গরুর গাড়ীতে করে হাটে যাচ্ছে। গাড়ীতে তার কুকুর আর কয়েক বস্তা ধান। এমন সময় এক ট্রাক তার গরুর গাড়ীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। বেচারা চাষী হাত পা ভেঙ্গে রাস্তার এক পাশে ছিটকে পড়লো আর তার গরুর গাড়ীটা অন্য পাশে। এমন সময় এক পুলিশ কন্সটেবল তার সাইকেলে করে রাস্তা দিয়ে যাচ্ছিল। সে এই এক্সিডেন্ট দেখে প্রখমে গরুর গাড়ী যেপাশে পড়েছিল সেদিকে গেল।
কন্সটেবল :- [আহত গরুকে দেখে] - কিরে.. তোর তো হাড়গোড় ভেঙ্গে গেছে, গাড়ীতো টানতে পারবিনা... তোর মরে যাওয়াই ভাল। এই বলে সে গরুটিকে গুলি করে মেরে ফেলল।
এবার কন্সটেবলটা চাষীর কুকুরকে দেখে বলল, "কিরে... তোরও তো দেখি হাড়গোড় ভেঙ্গে গেছে"। এই বলে সে কুকুরটিকেও গুলি করে মেরে ফেলল।
এইবার যেইনা সেই কন্সটেবলটা চাষীর দিকে হেটে আসছে, চাষীটা বলে উঠলো, সালাম হুজুর... আমি ভাল আছি... আপনি?