টপিকঃ আপনার প্রফেশান কি?
আপনারা কে কি করেন?
অর্থাৎ আপনার প্রফেশান কি?
এটা যদি সবাই সেয়ার করে তাহলে সবার সম্পর্কে সবার একটা ধারনা থাকবে...
আমি...
বেকার বাবা মা- এর হোটেলে খাই
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » আপনার প্রফেশান কি?
আপনারা কে কি করেন?
অর্থাৎ আপনার প্রফেশান কি?
এটা যদি সবাই সেয়ার করে তাহলে সবার সম্পর্কে সবার একটা ধারনা থাকবে...
আমি...
বেকার বাবা মা- এর হোটেলে খাই
আমি বেকার না। পড়াশোনা করছি নেটওয়ার্কিং এ। আর পাশাপাশি কাজ করছি 7-Eleven দোকানে। মুদি দোকানদার আরকি
আমি একজন মেক্যানিক্যাল ইন্জিনিয়ার । বর্তমানে কাজ করি হলদিয়া পেট্রোকেমিক্যালস্ লিমিটেডে।
আমিও বেকার না:D:D......পড়ি সিভিল ইঞ্জিনিয়ারিং...
কিছুদিন পরে অবশ্য বেকার হব......b-(
আমি কি করি???
অফিসে যায়, চ্যাটিং ব্রাউজিং করি, দুপুরে খায় এবং বাসায় আসি সন্ধায়।
এটা কি চাকরী???? যদি হয় তাহলে চাকরী করি।
ছেলে বেলায় ক্লিক করতাম।
এখন টাইপিং করি।
পদবী: শিক্ষার্থী
----------------------
আপডেট:
কে কি করে তা জানতে তার অভ্যর্থনা বিভাগের পরিচিতিমূলক পোস্ট দেখুন। আমারটা এখানে।
এটা সাধারণত ঐ ইউজারের প্রথম অভ্যর্থণা বিভাগের পোস্ট।
আমি আপাতত বেকার। [গ্রীষ্মের তিনমাস]
এমনিতে ইঞ্জিনিয়ারং পড়ি। সেটা সকাল বেলা। আর বিকেল বেলা এখানার বাংলাদেশী স্কুলে [অষ্টম শ্রেণী পর্যন্ত] শিক্ষকতা করি।
আমি কি করি???
অফিসে যায়, চ্যাটিং ব্রাউজিং করি, দুপুরে খায় এবং বাসায় আসি সন্ধায়।
এটা কি চাকরী???? যদি হয় তাহলে চাকরী করি।
মামার বাড়ির চাকরি মনে হচ্ছে। আসলে আপনার চাকরি টা কিসের?
আমার কোন প্রফেশন নাই, কলেজে দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করি। আর টুকটাক সমাজসেবা করি:">।
বেকারত্ব আমার কপালে কোনদিনই ছিল না ভবিষ্যতেও থাকবে কিনা সন্দেহ আছে। এই যেমন পরের সপ্তাহে লম্বা ৭ দিনের ভ্যাকেশন পেলাম, ভাবলাম কয়দিন আরামে ঘুমাবো:x:x, তা না ডাক পড়লো আমাদের কেমি ল্যাবের বুড়া ছাত্র হিসেবে(%-() কলেজের নতুন পোলাপাইনদের নিয়া ল্যাবের বাসন কোসনের যত্ন করা আর কোনটা কি কাজে লাগে এইসব নিয়া সপ্তাহব্যাপী ওয়ার্কশপ(ভুয়া জিনিষ) করাইতে হবে। যত্তোসব:-@:-@:-@
আমি আর কতবার কমু। আমি কাজ করায়, এখন আর করি না।
আমিও ছাত্র। আপাতত দু'মাস গ্রীষ্মের ছুটিতে ঘরে বসে।
সেপ্টেম্বর থেকে কলেজে ক্লাশ শুরু
ছেলে বেলায় ক্লিক করতাম।
এখন টাইপিং করি।পদবী: শিক্ষার্থী
----------------------
আপডেট:
কে কি করে তা জানতে তার অভ্যর্থনা বিভাগের পরিচিতিমূলক পোস্ট দেখুন।
এটা সাধারণত ঐ ইউজারের প্রথম অভ্যর্থণা বিভাগের পোস্ট।
সবার ঘরে উকি না মেরে, সবাই যদি এক ময়দানে হাজির হওয়া যায়, আমার মনে হয় সেটাই বেশ সুবিধা:x, তাই নয় কি?
বেকার
আরে ভাই আমিওতো বেকার না
পড়ছি সিএসই তে:x:">
বর্তমান চাকরি করি। বলার মত কিছু নয়।
ফ্রি ল্যান্সিং করি এখন পার্ট টাইম এইচ,এস,সি র পরে ফুলটাইম করবো ইনশাল্লাহ
কিসের ফ্রি ল্যান্সিং করেন?
আগে ছাত্র ঠ্যাঙাতাম। এখন নিজেই ছাত্র। তবে আসছে সেমিস্টারে আবার ঠ্যাঙানোর দায়িত্ব পেয়েছি।
আমি ছাত্র। তবে পড়ালেখায় ভাল না, পড়তে ভাল লাগে না।
ফ্রি ল্যান্সিং করি এখন পার্ট টাইম এইচ,এস,সি র পরে ফুলটাইম করবো ইনশাল্লাহ
কিসের ফ্রি ল্যান্সিং করেন?
ড্যাটা এন্ট্রি, আর্টিকেল রাইটিং, ব্লগ রাইটিং, কনটেন্ট রাইটিং এবং প্রুফ রিডিং টাইপের কাজ সবই।
কিছু পাই একটু অন্যরকম যেমন এক লোক কে ২৫০০ ই-মেইল একাউন্ট খুলে দিতে হয়েছিলো অবস্থা খারাপ হয়ে গেছিলো তখন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » আপনার প্রফেশান কি?
০.০৮৯১৮০৯৪৬৩৫০০৯৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.২৮৪২৭৯৩৬২২২৮ টি কোয়েরী চলেছে