সকলের অবগতির জন্য বলছি। আমি বোধ হয় প্রজন্ম গেটটুগেদারের দিন বলেছিলাম যে আমি ওয়ারিদের পক্ষ হয়ে কাজ করি (টাওয়ার সার্ভে)। ওয়ারিদ নিজে কখনো এই কাজ করে না, শুধু ওয়ারিদ নয় দেশের সকল মোবাইল কম্পানিই কারো না কারো মাধ্যমে এই কাজ করে। তো ওয়ারিদ করে এরিকসনের মাধ্যমে এরিকসন এই কাজ দেয় আমাদের মত কিছু কম্পানিকে। আমার বেতন ছিল মাত্র ৭,০০০ টাকা। কিন্তু কম্পানি আমাকে ৬০০০ এর বেশি কখনো দেই নি তাদের বিভিন্ন কথা বলে।
কিছু দিন আগে জানতে পারলাম এরিকসন থেকে এইসব সাব কম্পানির কর্মচারীদের বেতন নির্ধারিত আছে ১২০০০-১৫০০০ টাকা। কিন্তু আমাদের কম্পানি আমাদের দিচ্ছে ৫০০০-৯৫০০ টাকা ব্যাস। আমাদের কোন ওভারটাইম নেই। কিন্তু কম্পানির নিয়মে আছে। আরো আছে বোনাস ও যাতায়ত ভাড়া। যার কিছুই আমরা পাইনা। যানতামই না পাব কোথ্থেকে। এই কম্পানির কম্পিউটার সেকশন আমার হাতে ছিল বিধায় একটি মেইলের মাধ্যমে আমি জানতে পারি। হিসাব আমার কাছে ছিল বিধায় আমি জানতাম এরা প্রতিমাসে ১.৫-২.০ লক্ষ টাকা আয় করতো।
এখন কথা হেচ্ছ মোবাইল কম্পানিগুল বেতন মনে হয় ভালই দেয় কিন্তু যখন এর মধ্যে অন্য কোন সাব-কম্পানি এসে যায় তখনই শুরু হয় বাঙ্গালি ইস্টাইল। প্রচুর কাজ কম বেতন।
আমরা অফিসার সার্ট, পেন্ট, টাই লাগিয়ে ঘুরি বেতন পাই একজন রিক্শা চারকের সমান (২০০*৩০=৬০০০)।
আমাদের দেশে ছ্রম এর মর্যাদা নেই বলেই আমরা এত খারাপ অবস্থায় আছি। যাদের টাকা আছে তারা বড় টেবিলে বসে আয়েস করে আর স্যার ডাক শুনে যদিও তার শিক্ষা না থাকে। কিন্তু একজন শিক্ষীত লোক যখন অনেক স্বপ্ন দেখে চাকরিতে আসে এবং দেখে তার উপর বস্ পন্ডিতি করছে কিছুই না যেনে তখন কষ্টের আর সিমা থাকে না। তখন স্বনমান নয় শুধু পেটের জন্য চাকরী করা। শিক্ষার মরন হয়। আর কিছু বলার নেই।
মনে অনেক দিনের কষ্ট ছিল বের করে দিলাম। ক্ষমা করবেন।