টপিকঃ বস্টন ও কেপ কড ভ্রমণ
আগেই যেমনটি বলেছিলাম, গত উইকেন্ডটা কাটালাম বস্টন ও কেপ কডে ঘুরে। তারই কিছু ছবি এখানে দিলাম...
কে বলবে তখনো সকাল সাড়ে এগারটা?
সেখানে ডাউনটাউনের কাছে একটা সোরলাইনে সারি সারি নৌকা বাঁধা
আমেরিকার এই প্রাচীন শহরটিতে আবিস্কারক কলম্বাসের মূর্তি
বাংলাদেশের ঘোড়ার গাড়ির মত এখানে আছে পর্যটকদের জন্য এমন সুবিধা
কুয়াশা কাটার পরে
এবার বিখ্যাত MIT (Massachussetts Institute of Technology)
এবারে সুবিখ্যাত Harvard-এর ফটক
হার্ভার্ডের একটি লাইব্রেরী
সালটা দেখি নাই, তবে খুবই পুরাতন একটা টাইপরাইটার হার্ভার্ডের সাইন্স বিভাগে
এবার কেপ কডের আটলান্টিক (বঙ্গোপসাগরও কি এরকমই!)
তিমি দেখতে গভীর সাগরে, এখানে তিমির লেজ
বোটের খুবই কাছে দুটা তিমি
বলেন তো এটা কি?
সারি সারি নৌকো বাঁধা
খুবই প্রাচীন একটা লাইটহাউজ
এমন একটা ফেরীর সমান এক একটা তিমি বা এর চেয়েও বড়; এমন একটিতেই করে গভীর সমুদ্রে যাত্রা করেছিলাম
বস্টনের সূর্যাস্ত দিয়ে The End বুঝালাম (বাসের ভিতর থেকে তোলা)
এর পরের পোস্টে বর্ণনা সহকারে ভ্রমণটা নিয়ে লিখব। অপেক্ষায় থাকেন...