৩ ২১-০৭-২০০৮ ১৫:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২২-০৭-২০০৮ ১১:২৯)
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
এখানে হ্যাকিং ক্রাকিং চলবেনা[-X।:P:P
৬ ২১-০৭-২০০৮ ১৫:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (২১-০৭-২০০৮ ১৬:০০)
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
এধরণের একটা পোষ্ট আমিও এর আগে করেছিলাম এবং যথারিতি আপত্তির কারনে তা বন্ধ করে দেওয়া হয়। তবে যারা পাসওয়ার্ড ভুলে গেছে তাদের জন্য ঠিক আছে, আর যারা অন্যের কম্পিউটার এই পদ্ধতিতে ইচ্ছাকৃতভাবে খুলবে, তাদের ব্যাপারে কি বলবেন? আমি নিজেরও বেশ কয়েকটা পন্থা জানি। সেরকম হলে আমি বাকীগুলোও পোষ্ট করতাম।
আমি আসলে মডুদের কাছে থেকে পরিস্কার জানতে চাচ্ছি-
এটা উনারা কিভাবে দেখছেন?
এবং এবিষয়ে উনাদের বক্তব্য কি?
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
আসলে সবকিছুরই ভাল খারাপ দিক থাকে যেমন ইন্টারনেট ব্যবহার করে অনেকে অনেক গুরুত্বপূর্ন কাজ করে আবার অনেকে ফাউল কাজ করে। সুতরাং পজিটিভ ভাবে দেখলেই হয়।:D
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
হ্যাকিং, ক্রাকিং চলবে ন।
কথাটি ঠিক।
একদম ঠিক।
(তবে আমার এই পোস্টটা খুব আগ্রহ লাগছে।) :">
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
কাতার ভাই প্রথম লিংক থেকে ডাউনলোড হচ্ছে না কিছু একটা ব্যবহস্থা করেন
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
আপনাকে একটা ছুরি দেওয়া হল, আপনি এ দ্বারা কি করবেন এটা একান্ত আপনার নিজস্ব মন মানসিকতা।আর আমি যে টা করেছি, সেটাকে কেন হ্যাকিং বলা হচ্ছে তা আমার কাছে বোধগম্য নয়। হ্যাকিং আর ক্র্যাকিং কি এক ? এমন যদি হতো আমি কোন সফটওয়্যারকে ক্র্যাক করার পদ্ধতি এখানে বর্ননা করছি, তাহলে এটা আমার কাছে যৌতিক্ত বলে মনে হতো। আপনি আপনার পাসওয়ার্ড ভূলে গেছেন, সেটাকে বাইপাস করার একটা পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, এর বেশী কিছু না।
যারা আপত্তি তুলেছেন, তাদের জন্য আমি বলছি, এটা কোন অবৈধ কাজ না। আপনি যদি আপনার তথ্যে নিরাপত্তা নিশ্চত করতে চান তাহলে বায়োস এ পাসওয়ার্ড দিয়ে রাখুন। শুধু তথ্য চুরি করার জন্য উবন্টু এর লাইভ ডিস্ক ব্যবহাব করে কাজটা করা যায়।
এর পরও আমি মুড এবং এডমিন দেরকে বলবো পুরো বিষয়টা ভালো করে দেখুন , তারপর অবৈধ কোন কিছু মনে হলে পোস্ট ডিলিট করে দেন।
কারন অনেক সময় নিয়ে এই কাজ গুলি করা হয়, এই ক্যাচালে পড়লে নতুন করে কিছু করার উতসাহ থাকে না।
ধন্যবাদ সবাইকে।
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
কাতার ভাই আপনি ১০০% ঠিক আছেন। কোনো সমস্যা নাই । এবং আপনি আগ্রহ হারাবেননা প্লিজ।:D
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
ঠিক কাতার ভাই, আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। এইটা উনি ভাল উদ্দেশ্য নিয়েই লেখছে।
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
ধন্যবাদ আপনাদের, রিরূপ মন্তব্য দেখে উৎসাহ হারিয়ে ফেলেছিলাম।
Re: এডমিন/ইউজার পাসওয়ার্ড খোলার উপায়
এখন ফিরে পাইছেন তো?