সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (২০-০৭-২০০৮ ১১:০৪)

টপিকঃ সম্প্রতি কী মুভি দেখলেন?

কে সম্প্রতি কি মুভি দেখলেন?? কেমন লাগলো???

আসুন এই টপিকে শেয়ার করি... আমি অনেক দিন পর পুরোপুরি মুভির জগৎ এ ব্যাক করতে পারলাম। তাই ভালো লাগছে এই দুই মাসে ১০০ টার মত হইছে মনে হয়। একেবারে নতুন কিছুটা পুরানো মিলিয়ে হরর মোটামুটি কভার করেছি। তাও দেখি বাকি আছে। হা হা হা হা

রিসেন্ট দেখলাম

১/ ব্রুটাল : BRUTAL

দারূন কাহিনী একটা মার্ডারকে ঘিরে। গোয়েন্দারা জড়িয়ে পড়েন সিরিয়াল কিলারের সাথে। এরপরে শুরু হয় হত্যা কান্ড। তবে সবাই মিলে দেখতে পারবেন না।

২/ ব্ল্যাক ওয়াটার : BLACK WATER

উত্তেজনায় ভরপুর। এক নির্জন জায়গায় ছোত একটি বোট নিয়ে ভ্রমণ করতে গিয়ে মানুষ খেকো কুমিরের হাতে পরে যায় ছোট্ট পরিবারের সদস্যরা।

৩/ এলাইভ অর ডেড : ALIVE OR DEAD

হুদাই খুন করে বাসের ভিতরে একের পর এক মানুষ কে। কাহিনী সুন্দর না তবে সীন গুলা ভালো দেখাইছে। দেখতে কষ্ট হইতে পারে।

৪/ ডেড এন্ড গন : DEAD AND GONE

ভালো কাহিনী না তেমন এক আর্টিস্ট নির্জন জায়গায় আর্ট করতে যায়। সাথে থাকে তার অসুস্থ মা। যার প্ররোচনায় নিজের অজান্তেই শিল্পী হয়ে উঠেন এক বীভৎস খুনি।

৫/ প্যাথলজি : PATHOLOGY

ডাক্তার রা কতটা খারাপ হতে পারে তার প্রমান। নিজেরা ইচ্ছে করে মানুষ খুন করে তাদের লাশ নিয়ে মজা করে বলে এটার পোস্টমর্টেম করা হয়েছে। ভালো ডাক্তারগুলো আস্তে আস্তে জড়িয়ে পড়ে এই ক্রাইমের সাথে। একলা একলা দেখতে পারেন অনেক মজা পাবেন।

৬/ ডার্ক প্লেস: DARK PLACE

কিছু বুঝা যায় না সিরিয়াস ফাউল একটা মুভি পুরা দেড় ঘণ্টা নষ্ট।

৭/ ডার্ক ফ্লোর : DARK FLOOR

ভালো পোলাপান দের জন্য বাচ্চা একটা মেয়েকে ভূতে ধরে এই কাহিনী নিয়ে পুরা ছবির ঘটনা

৮/ কোল্ড প্রে : CLOD PREY

কমন কাহিনী বন্ধুরা মিলা ঘুরতে যায় গিয়া পইড় যায় সিরিয়াল কিলারের হাতে তেমন একটা ভায়োলেন্স নাই দেখতে পারেন ভুয়া লাগছে আমার কাছে যদিও।

একটাও শিক্ষনীয় মুভি দেখা হয় না খালি সাইকো জিনিস। কিছু সাজেস্ট করেন ভালো মুভি নামাই দেখি। নইলে আমি নিজেও পাগল হয়া যামু। আর তো বাদ নাই এই মুভি আর-রেটেড, আন-রেটেড মুভি ছাড়া এতদিন নামাইতাম না এখন থেইকা ভালো কিছু নামানোর ধান্দা করি দেখি ভাই সাজেস্ট করেন তবে নতুন মুভি হতে হবে পুরাতন প্যাচাল ভালো লাগে না।

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি মুভি পছন্দ করিনা তবে সিড়িয়াল, বা নাটক কিস করিনা।

মাদককে না

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি দেখসি নারনিয়ার সেকেন্ড সিকুয়েল । জটিল মুভি আর যে গুলা দেখার জন্য দিন গুনতেসি ঐগুলা হল

১। ব্যাটম্যান -ডার্কনাইট (ক্রষ্টিয়ান বেল)
২।টারমিনেটর - ৪ (ক্রষ্টিয়ান বেল)
৩।মামি-৩ (জেটলি)
৪।এক্স ফাইলস (.....)
৫।হেংকক  (ইউল স্মিথ))+D

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

বুধবারদিন সারারাত ছিলো আমার মুভি নাইট ।

ভ্যান ড্যাম এর একটা আস্ত ডিভিডি (৪ টা মুভি দেখসি) একটাও নাম মনে নাই । কি কঠিন কঠিন নাম~X(~X(~X(~X(

১. একটার কাহিনী পুরা বাংলা ছবির মত। নায়কের বাবা মা ভাই বোনকে দস্যুরা মেরে ফেলে। এটা তার মনে গভীর দাগ ফেলে । সে প্রতিশোআধ নিতে চায় । আর তারসাথে যত ফ্যাকরা বাধে দস্যুর সাথে । তারপর মারমার কাটকাট । মজার ব্যাপার হলো আমাদের নায়ক যথস্ট শক্তিশালী এবং ঈশ্বরের প্রিয় কেননা... ক্রুশে চরাবার পরও যিশু মারা গেলেও আমাদের ভ্যান ড্যাম বাবাজি ঠিকই সব ভেঙে চুরে ফেলেছেন । অবশেষে বাংলা ছবিতে যা হয়, তাই হইসে......তবে মারামারি গুলা সুন্দর ।

২. এই ছবিটা আমি বুছছি ছবি শেষ করার পর । টাইম ডিলেশন না কি জানি একটা আছে ঐটার উপর । ভ্যানড্যাম পুলিশ । তারা  সময়ের চেয়ে দ্রুত পরিভ্রমন করে অতীতে যেতে পারে । তো বাস্তব জগতে ভ্যানড্যাম কে বোমা মারে । একই বিছানায় পাশাপাশি শুয়ে থাকলেও নায়কের কিছুই হয় না.....কিন্তু তার বউ উড়ে যায়(পরিচালকরা আমাদের এভাবে নকল করলো:-@:-@)। তারপর শুরু হয় তার মিশন । সে বহু কষ্টে এসপার ওসপার করে আবার যায় তার আগের জীবনে । এবার আর সে আগের ভুল করে না । অনেক কস্টে রক্ষা করে তার বউকে । তারপর বিজয়ীর বেশে ফিরে আশে  বর্তমান জীবনে । তারপর অফিস থেকে বাসায় ফিরেই দেখে তার ইয়া বড় এক বাচ্চা......( দেইখা আমি নিজেই টাসকি খায়য়া গেসি);q;q;q

৩+৪- এই ছবিগুলো আমি কিছুই বুঝি নাই......টাইনা টাইনা খুলি মারামারিগুলা দেখসি।b-(

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

গতকাল দেখলাম "জাম্পার"। দারুন।

এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমার প্রতিদিন সারারাত মুভি টাইম। big_smile

এখন দেখছি ক্রেজি এইটস

হররফেস্ট ফেস্টিভালে নির্বাচিত "৮ মুভিস ডায়িং ফর" এর একটা হল এটি। এই ৮ টা মুভি নিয়া একটা টপিক করবো সব দেখে নেই :"> আর ২ টা বাকি cool

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি ২-৩ দিন আগে দেখেছিলাম "Illusionist", খুবই ভাল লেগেছিল।

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি দেখলাম "দ্যা পিয়ানো টিচার"
আমার ভাল লাগছে)+D

নেট থেকে ফ্রি মুভি ডাউনলোড করে কোন সাইট থেকে? যারা জানেন একটু কষ্ট করে জানাবেন !:">:">:">

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব'লে!
সময় পাবে না আর, নামিছে অন্ধকার!
গোধূলিতে আলো-আঁধারে-পথিক যে পথ ভোলে!!

১০

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

মুজতবা ভাই আপনে তো দেখি পুরা সাইকো হইয়া গেছেন!!!

হেহ হেহ

আমি এই সপ্তাহে দেখলাম জুনো আর ক্যাওস থিওরী

১১ সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (৩১-০১-২০১৩ ১৪:৫৪)

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

১২

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

যখনই সময় পাই "300" মুভিটা দেখি আর মেটাল কিছু লেখার চেষ্টা করি,কেননা ও মুভিটা আমাকে অনেক বেশী উদীপ্ত করে.

১৩

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

ভাই সবাই দেখি ইংলিশ মুভী দেখতেছে। আমি বাংলাদেশ থেকে চলে আসার পর আর একটাও দেখি নাই। শেষ সিনেমা দেখলাম হিন্দী। নাম চিনি কম। আসলে ঐ মুভীর সবার ডায়বেটিস থাকার কারণে এই নাম করণ hehehehe

১৪

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

গতকাল resident evil এর তিনটা পার্ট দেখলাম ভালই লাগল। আর আমি সবসময় কয়েকটা মুভি পিসিতে রেখে দেই যেসব ভাল লাগে। আর সময় পেলেই দেখতে থাকি। এখন আপাতত Underworld এর দুইটা পার্ট নিয়ে আছি।
thumbs_upthumbs_up৩০০ মুভিটা জটিলস আনেকবার দেখছি।
Forbidden kingdom মুভিটা দেখতে পারেন। আনেক ভাল লাগছে আমার।

Transporter এর পার্টগুলো দেখব সময় পেলেই কপি করে রাখছি। অনেক আগে দেখছিলাম অনেক ভাল লাগছিল।

১৫

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

" Shami tumi kar" Bangla মুভি:-@

১৬

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

১৭

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

১৮

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

"Superhero Movie"
দেখলাম, "Spiderman" কে পঁচায়া বানানো মুভি।
হাসতে হাসতে পেটে খিল ধৈরা গেছে দেইখা।

যেমন ভাবে, "meet the spartans" বানানো হইছে "300" রে পঁচায়া।

Gentlemen, you can't fight in here, this is the war room!

১৯

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

শাখরুখ খানের কালেকশন দেখছি।:">
আর গত সাপ্তাহে দেখলাম আইরন ম্যান)+D

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

২০ সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২১-০৭-২০০৮ ১২:০৬)

Re: সম্প্রতি কী মুভি দেখলেন?

আমি এখন কেবল ফ্রেঞ্চ, হিন্দি, আর কিছু জাপানীজ মুভি দেখি...হলিউড আর মজা পাইনা...ভার্চুয়াল জিনিষ আমার একদমই পছন্দ না:/। কল্পনার জগৎ থেকে মাঝে মাঝে অনুভুতির আর বাস্তবতার জগতে বিচরন করতে হয়:)। আর সবসময় হাসি খুশি ছবি দেখাও একদম ঠিক না মাঝে মাঝে ব্যার্থতা..দুঃখকষ্টের মুভিও দেখতে হয়....মানসিক প্রশান্তির জন্য:cool:।