Re: সম্প্রতি কী মুভি দেখলেন?
আচ্ছা.. কেউ জিপসী ডটার মুনলাইট দেখেছেন নাকি?
কিছু স্পেশাল আছে নাকি ? একটা রিভিউ দিন না
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী মুভি দেখলেন?
আচ্ছা.. কেউ জিপসী ডটার মুনলাইট দেখেছেন নাকি?
কিছু স্পেশাল আছে নাকি ? একটা রিভিউ দিন না
ও আচ্ছা, তাহলে সিরিয়াল নিয়ে আলোচনা হলে আমি বলব "Prison Break"। আমার ভীষণ একটা প্রিয় সিরিয়াল। মাইকেলের বুদ্ধি দেখে অবাক হয়ে যাই। সাথে অ্যালেক্সও কম যায় না। ডিটেক্টিভ হয়ে একজন নিরপরাধ ব্যক্তি (লিংকন) সাজা পাবে এটা তার ছোট ভাই (মাইকেল) মেনে নিতে না পেরে নিজেও ঢুকে প্রিজনে। তারপর কত ঘটনা। কত কারাগার থেকে বেরুলো। না দেখলে দেখেন আপনারা।
এইমাত্র দেখলাম Super Hero Movie. হাসতে হাসতে অবস্থা খারাপ। স্পাইডারম্যানকে তো পচাইছেই, সেই সাথে বেচারা স্টিফেন হকিং এর মান-সম্মানেরও বারোটা বাজিয়ে দিয়েছে।
যারা দেখেন নি, তারা দেখতে পারেন। ভালোই লাগবে। মূল স্পাইডারম্যান না দেখলেও হাসির খোরাকের কোন অভাব হবে না।
এইমাত্র দেখলাম Super Hero Movie. হাসতে হাসতে অবস্থা খারাপ। স্পাইডারম্যানকে তো পচাইছেই, সেই সাথে বেচারা স্টিফেন হকিং এর মান-সম্মানেরও বারোটা বাজিয়ে দিয়েছে।
যারা দেখেন নি, তারা দেখতে পারেন। ভালোই লাগবে। মূল স্পাইডারম্যান না দেখলেও হাসির খোরাকের কোন অভাব হবে না।
তাই নাকি? আমার কাছে তো আছে। এখনই দেখছি....
সাবআর্বান গার্ল
ওয়ান্টেড
এ মাইটি হার্ট
টুম্ব রেইডার ক্রডল অফ লাইফ
দ্য কামব্যাকস (হাসতে হাসতে শেষ)
আরো কিছু নাম পাওয়া যাবে আমার ফেসবুক স্ট্যাটাস আর টুইটার হিস্টোরিতে।
হেলবয়২
ওয়ানটেড।:x
মামি৩ (ভুয়া)%-(
Death Race (বেশি ভালো লাগে নাই)
Hancock (হাসতে হাসতে পেটে কিছুই নাই)
এই দুটার মধ্যে Hancock-এ Will Smith অনেক হাসাইছে।
অনেকেই দেখি শুধু লিস্ট দিয়ে রেখেছে। শুধু লিস্ট না দিয়ে কোনটা কেমন লেগেছে সেই বিষয়ে একটা ধারণা দিলে যারা এখনও দেখেননি তাদের উপকার হতো।
অনেকেই দেখি শুধু লিস্ট দিয়ে রেখেছে। শুধু লিস্ট না দিয়ে কোনটা কেমন লেগেছে সেই বিষয়ে একটা ধারণা দিলে যারা এখনও দেখেননি তাদের উপকার হতো।
এরকম একটা থ্রেড আছে। তবে সেটা সবসময়ের জন্য প্রিয় ছবির তালিকা।
http://forum.projanmo.com/t3862.html
প্রিয় ছবির তালিকা তে আমার একটা ভালো ঝগড়া হয়েছিলো সেভারাস ভাইয়ের সাথে তখন প্রজন্মতে নতুন ঝগড়া টা আবার রিভিউ দিয়া ভালোই লাগছে। আর একটা মাত্র দেখছি
TRANSSIBERIAN
আই,এম,ডি,বি এর লিংক দেওয়ার পাশাপাশি নিজের মন্তব্যটাও খুব সংক্ষেপে দিলে ভালো হয়। কারণ একটা আই,এম,ডি,বি ওয়ালাদের বিদেশী রুচি আর আমাদের দেশীয় রুচির মধ্যে পার্থক্য আছে। জাস্ট ভালো না খারাপ, হাসির না দুঃখের, অ্যাকশনধর্মী না রোমান্টিক, ইন্টারেস্টিং না বোরিং এইটুকু দিলেও চলবে।
বুদ্ধদেবের উত্তরা ছবিটি কেউ দেখেছেন??
দেখলে যানান।--(--(--(--(--(--(
দেখলাম The Notebook--(--(--(--(
এত হৃদয়স্পর্শী ছবি অনেকদিন দেখিনি।
ফেসবুকের রিভিউ
রোমান্টিক মুভি যাদের ভাল লাগে তারা অবশ্যই দেখবেন।
এখন এটার একটা গান খুঁজছি। পেলে ডাউণলোড করে শোনা শুরু করব।
দেখলাম The Notebook
--(--(--(--(
এত হৃদয়স্পর্শী ছবি অনেকদিন দেখিনি।
ফেসবুকের রিভিউ
রোমান্টিক মুভি যাদের ভাল লাগে তারা অবশ্যই দেখবেন।এখন এটার একটা গান খুঁজছি। পেলে ডাউণলোড করে শোনা শুরু করব।
রোমান্টিক মুভি আমি জীবনেও দেখি নাই। হায় হায় আশ্চর্য জনক ব্যাপার
এই মাসে মেট্রিক্সের প্রতিটা পর্ব ৫ বার করে দেখেছি এনিমেট্রিক্স সহ
এনিমেট্রিক্সটা কি জিনিস ভাই?
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী মুভি দেখলেন?
০.০৭৪৩৮৯৯৩৪৫৩৯৭৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৮৯৮৬২৯৮৮১৯৯২ টি কোয়েরী চলেছে