Re: সম্প্রতি কী মুভি দেখলেন?
Vantage Point (2008)
গল্পের থিমঃ US প্রেসিডেন্ট কে হত্যা করা
লোকেশনঃ স্পেন
কেন এই মুভি দেখবেনঃ গল্প নরমাল। আর দশটা US প্রেসিডেন্ট এর ওপরে হামলার মতোই গল্প। কিন্তু গল্প প্রেজেন্টেশন টা হলো ইউনিক। মুভির পুরো ঘটনা মাত্র ২৩ মিনিটের। এই সময়ে ভিন্ন ভিন্ন লোক কিভাবে আলাদা আলাদা রেসপন্স করেছে তাই দেখানো হয়েছে।
যারা ভিন্ন মাত্রার থ্রীলার মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য কঠিন একটা মুভি
রেটিংঃ ৮.৫/১০
এর আগের ফোরামের মুভি বোদ্ধারা যুগে যুগে এই মুভি নিয়ে যা বলেছেন
০২-০২-২০১১
এইমাত্র দেখলাম Vantage point চরম একটি মুভি আমার রেটিং ১০/১০
আটজন অপরিচিত + আটটি সূত্রের দৃশ্য = একটি সত্য
আমার মনে হয় এটা অস্কারের যোগ্য আপনারা কেউ দেখলে জানাবেন।
০৮-১০-২০০৮
Vantage Point টা ভাল লাগছে। একই সময়ের ৫-৬ দিকে থেকে দেখানোটা জটিল(y)।
১৭-১১-২০১৫
Vantage Point (2008) - Rating: 6/10
১৪-১২-২০০৮
ভিন্টেজ পয়েন্ট Vantage Point দেখলাম। ভালই লাগলো। আমেরিকার প্রেসিডেন্টকে কিডন্যাপ করার কাহিনী নিয়ে এই মুভিটা তৈরী করা হয়েছে। ভালই লেখেছে আমার কাছে। আপনারাও চাইলে দেখতে পারেন।