Re: সম্প্রতি কী মুভি দেখলেন?
স্পাইডারম্যান ২ দেখলাম কয়েকদিন আগে। যদিও ১ টা দেখা হয় নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী মুভি দেখলেন?
স্পাইডারম্যান ২ দেখলাম কয়েকদিন আগে। যদিও ১ টা দেখা হয় নাই।
আমি এখনো হ্যারি পটারের সবগুলো শেষ করতে পারিনাই। মাত্র দুটো শেষ করছি। তিন নম্বরটা চলছে।
৩০০ কোনটা? ৩০০ জন স্পাটান সৈন্যের কাহিনীটাতো? আমি দেখেছি কিন্তু শেষ অংশটা তো গড়বড়ে মনে হয়েছে।
দেখলাম "জানে-তু-ইয়া-জানে না" । লাভ স্টোরি। ভাল লেগেছে উপস্থাপনা, ভিন্ন আঙ্গিকে গল্প বলা।
কোনটার কথা যে বলি। এখন তো দিনে ২টা করে দেখি কমপক্ষে। যাহোক এই মাত্র শেষ করলাম সিডনি হোয়াইট।
এর আগে দেখলাম মিট দ্যা স্পাটানস। এরা ৩০০ সিনেমার প্যরোডি। যারা ৩০০ দেখেছেন তাদের এটা অবশ্যই দেখা উচিত। তবে উচিত বলার মানে এই নয় যে এখানে ভাল কিছু আছে। হাসি ঠাট্টার একটা হালকা ছবি এটি। তবে মজা পাবেন মনে হয়....।
Music and Lyrics
খুব ভাল লাগল।
এখন এটার গান শুনছি।
সম্প্রতি দেখেছি:
wanted। যতসব গাজাখুরি কিন্তু এনিমেশনে ভরপুর।
আবার দেখলাম "তারে জমিন পর"। আবার কাঁদলাম "মা" গানটার সময়। মানুষ যে কিকরে এত ভাল সিনেমা বানায়।
মুভিটা ডাউনলোড করলাম ইন্টারনেট থেকে। ডিভিডিরিপ, x264, আপস্কেলড, 2.1 গিগা।
আমি ভাই ইংরেজী দেশে থাকলেও তেমন বেশী ইংরেজী ছবি দেখা হয় না। যাও দেখতাম বাংলা পুরোনো দিনের ছায়াছবি ইউটিউবের মাধ্যমে, তাও আবার ডিলিট করে দিয়েছে। এখন ফাঁকা বসে আর কি!
হুমম, শিপলু তো ড্রিউ ব্যারিমোরের ভক্ত হইয়া গ্যালা মনে লয়।
আমি মোটেও ভক্ত না।
তারানা আমাকে ড্রিউর ভক্ত বানানোর পাঁয়তারা করছিল। তাই ছবিটা দেখতে হল। পরে দেখি ছবিটা আসলেই ভাল + গান গুলোও (ড্রিউ না)।:D
ভাল কথা, ড্রিউকে স্লিম মনে হইল।
গতকাল দেখলাম রাজ কাপুর অভিনীত আওয়ারা:-SS:">
গতকাল দেখলাম RESIDENT EVIL APOCALYPSE। তেমন কিছু বুঝলাম না, তবে গোলাগুলির দৃশ্যগুলো ভালোই লাগছে।
আজ দেখলাম DOG DAY AFTERNOON। এর উপর একটা রিভিউ লেখলাম এখানে - http://tohamh.wordpress.com/2008/08/04/ … _afternoon
গতকাল দেখলাম Wanted। দারুণ লাগল এনিমেশনগুলো। কাহিনীও খুব একটা খারাপ লাগে নাই। প্রথম দিকে দুইটা আপত্তিকর সিন ছাড়া বাকিটা ভালোই।
এখন ডাউনলোড করলাম Live Free or Die Hard. দেখার টাইম খুজতেছি।
গতকাল দেখলাম RESIDENT EVIL APOCALYPSE। তেমন কিছু বুঝলাম না, তবে গোলাগুলির দৃশ্যগুলো ভালোই লাগছে।
এটার প্রথম পার্ট দেখেছেন? দেখে থাকলে তো বুঝার কথা। আমার এখন নেমেসিস বনাম এলিস এর ডুয়েল দেখতে ইচ্ছা করছে। কিন্তু রেসিডেন্ট এভিল এর ডিভিডিটা এক বন্ধুর কাছে।
মাত্র সেমিস্টার ফাইনাল শেষ হলো। সামনে তিন সপ্তাহ ছুটি। আগেই ঠিক করা ছিল এই ছুটিতে জমে থাকা মুভিগুলি দেখে শেষ করব। ইতিমধ্যে মুভি টাইম শুরু হয়ে গেছে। গতকাল দ্যা স্পাইডারউইক'স ক্রনিকেলস দেখলাম। ছোটদের, ফ্যান্টাসি মুভি। একই রকম আরও একটা মুভি দেখেছিলাম, ন্যানি ম্যাকফি। সেটার চেয়ে এটা বেশি ভাল লাগল। এখন আরেক ক্রনিকেলস দেখব, দ্যা ক্রনিকেলস অব নার্নিয়া: প্রিন্স কাসপিয়ান। এর প্রথম পর্ব - দ্যা ক্রনিকেলস অব নার্নিয়া - আমার সব সময়ের প্রিয় মুভিগুলির একটা। ডাইনী বাহিনী বনাম নার্নিয়া বাহিনীর যুদ্ধের অংশটুকু বারবার দেখি।
i know some cool links where you can watch free movies online if you have a highspeed internet.
http://movie6.net/movie-/
http://www.tv-links.cc/
http://www.watch-movies.net/
আমি মূলত সাই-ফাই আর এনিমেশনের ভক্ত! সম্প্রতি রিলিজ হওয়া Wall-E দেখেছেন কে কে? যিনি দেখেননি... এখুনি দেখে ফেলুন... খারাপ লাগবে না।
তবে এর বাইরে যা দেখা হয় তা হলো বাংলা ও ইংরেজী সিরিয়ালগুলো.. লম্বা ছুটি পেলে একসাথে সব সিজন কিনে ফেলে একটানে দেখে ফেলা... যেমন ৬৯-এর সবগুলো পর্ব আমি একটানে দেখে ফেলেছি... আবার F.R.I.E.N.D.S এবং লস্টের বেলায়ও একি কান্ড ঘটেছে।
সম্প্রতি স্টার ট্রেক দেখে মজা পাচ্ছি... কেউ দেখেন নাকি?
আচ্ছা.. কেউ জিপসী ডটার মুনলাইট দেখেছেন নাকি?
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সম্প্রতি কী মুভি দেখলেন?
০.০৬৯৯৫০১০৩৭৫৯৭৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.১১৯৩৯০০৮৫৬১৯ টি কোয়েরী চলেছে