টপিকঃ প্রজন্মের বন্ধুদের মিলন মেলা
হাঁটি হাঁটি পা পা করে প্রজন্ম ফোরাম প্রায় দেড়টা বছর পার করে ফেলল। প্রথম সম্পূর্ন বাংলা ফোরাম হিসেবে এই প্রজন্ম ফোরাম, বিশ্বের যে কোন প্রান্তে থাকা যে কোন বয়সী বাংলা ভাষা-ভাষী ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটা প্রানের মিলন মেলা। আর সকলের অংশগ্রহনে এই প্রজন্ম একটা বড় পরিবারে পরিনত হয়েছে!
ভার্চুয়াল বন্ধুত্বকে আরও বিস্তৃত করতে এবং সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রজন্ম বন্ধুরা ঠিক করেছে একটি গেট-টুগেদার অনুষ্ঠান করার! আপনাদের সকলের অংশগ্রহনের মাধ্যমেই এই গেট-টুগেদার সফল করা সম্ভব!
স্থান: ধানমন্ডি ৮ নম্বর ব্রীজের পাশের পানসী রেস্তরা।
তারিখ: ১৮ই জুলাই,২০০৮
সময়: বিকাল ৫টা[/b]
গেট-টুগেদার অনুষ্ঠানে মূলত সবাই পরস্পরের সাথে পরিচিত হবো, আড্ডা দেব। সাথে মনোরম পরিবেশে খাওয়া দাওয়া তো আছেই। বন্ধুরা গান, কবিতা আবৃত্তি, কৌতুক, গানের খেলার মাধ্যমে ভরে তুলবে প্রোগ্রামটি।
নাম নিবন্ধণ করতে এখানে ক্লিক করুন
রক্তের গ্রুপ: B(-)