শামীম লিখেছেন:প্লেন থেকে নেমে বোর্ডিং ব্রীজ থেকে করিডোরে পা রাখা মাত্র দেখলাম একজন সুন্দরী এয়ারপোর্ট স্টাফ সুইস এয়ার সুইস এয়ার বলে ডাকছে .... মিরপুর, গুলিস্থান বাসের হেলপার/ কন্ডাকটরদের সাথে এর কোন তুলনা চলে না। .... প্লেন কি এ্যাত আস্তে চলে... তাই হবে হয়ত, আকাশের মাঝে ছোট ছোট প্লেন তো আস্তেই যেতে দেখি!! আবার এসে বসলাম... ... একসময় মনে হয় তন্দ্রা মত এসেছিল।
(.... চলবে)
এর পরের টুকু আমি লিখি...
------------------
"পাশের সীটে একজন বৃদ্ধা একটা শিশু কোলে। বৃদ্ধার কষ্ট হচ্ছে দেখে আমি বাচ্চাটাকে কোলে নিলাম, ঘুমিয়ে পড়েছে ততক্ষনে।
... হঠাৎ দেখি এয়ারপোর্টের সেই হেলপার সুইস সুন্দরী। আমার সামনে দাড়িয়ে!! চমৎকার মিষ্টি একটা হাসি দিয়ে বল্ল, কি কোন সমস্যা হচ্ছে ? প্রথমবার বলে ভয় পাচ্ছেন না তো, কোন সাহায্যে আসতে পারি ?
আমি কিছুক্ষন কোন উত্তর দিতে পারলাম না... মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে আছি তার দিকে.. এত সুন্দর কারও মুখ হতে পারে!
ভাবলাম "খাইছে, এইবার পাইছি সুযোগ"।
নিজের গোবেচরা মুখটাকে আরও করুন করে তুলি, যতটুকু ইনোসেন্স সম্ভব ততটাই ফুটিয়ে তুলি নিজের চোখেমুখে।
তারপর বিড়ালছানার মত, মিউ মিউ করে বলি,"আসলে আমার খুব ভয় করছে। পরিচিত কেউ থাকলে কথা বলা যেত... মনে একটু জোর পেতাম", নি:শব্দ আবেদন নিয়ে তাকাই তার চোখে(দেশে বহু মেয়েকে এই চাহুনি দিয়ে আমি সিদ্ধহস্ত, থুক্কু সিদ্ধচক্ষু)।
আমাকে অবাক করে দিয়ে সে বল্ল,"তোমার পরিচিত কাউকে আমি হয়ত আনতে পারব না, তার বদলে আমি কিছুক্ষন তোমার পাশে কথা বল্লে চলবে?"
বিঙ্গো! ইয়াহু...!! "ওহ্, আপনি খুব ভালো", আমার তড়িৎ উত্তর। সে পাশের বৃদ্ধাকে আরেক সিটে রিলোকেট করে নিজে বসল। আবারও মুক্তাঝরানো একটা হাসি দিয়ে আমার হাতটা তার নরম হাতের মুঠোয় নিয়ে মৃদু চাপ দিল।
দিস ওয়াজ ঠু মাচ ফর মি!! আমার নিজেকে মনে হচ্ছিল আলেকজান্ডার, নেপোলীয়ন.... ক্লিনটন.... এরশাদ..... হঠাৎ গরম একটা ভেজা অনুভুতি, সবকিছু যেন দুলে উঠলো, ঘোলা হয়ে গেল....
"আমি খুব দূ:খিত, আমার নাতি আপনার জামা ভিজায় দিয়েছে", পাশের বৃদ্ধার লজ্জিত কন্ঠ। তিনি শিশুটিকে আবার নিজের কোলে নিলেন।
"না না, ঠিক আছে", আমার নম্র জবাব।
আমার কাছে কোন এক্সট্রা প্যান্ট নাই, অস্বস্তি আরই বেড়ে গেল, যখন দেখি সেই হেলপার খাবারের ট্রে হাতে আমার কাছে আসছে। প্যান্টের উপরের দিকের ভেজা দেখে বল্ল,"ওহ,সরি, আপনি তো নতুন আমার মনে রাখা উচিৎ ছিল, ওইদিকে বাথরুম, আপনি কাউকে জিজ্ঞেস করলেই তো পারতেন !!"
--------------------------
“All our dreams can come true if we have the courage to pursue them.” - Walt Disney
http://www.amanpages.com/