Re: স্পাইডারম্যানের পিএইচপি টিউটোরিয়াল-৫
আমারও আগ্রহ আছে। আমি জাতে (পেশায়) একজন থ্রি-ডি/ক্যাড আর্টিস্ট/কনসালটেন্ট হলেও পিএইচপি, জাভাস্ক্রীপ্ট, ভিবি.নেট এ যথেষ্ট আগ্রহ আছে। সময় পেলেই তাই আমি এসব সম্পর্কিত রিসোর্স সাইটগুলোতে ঢুঁ মারতে চেষ্টা করি। কিছুদিন আগে এক রাশান কোম্পানীর কাছ থেকে একটি পিএইচপি স্ক্রীপ্ট প্যাকেজ (অনলাইন কনটেন্ট সেলিং স্ক্রীপ্ট) কিনেছিলাম ১৫০ ডলার দিয়ে। টুকটাক কিছু হ্যাকিংও করেছি নিজের প্রয়োজনের সাথে খাপ খাওয়ানোর জন্য। তবে এইভাবে স্পাইডারম্যান ভাইয়ের টিউটোরিয়ালের মত টিউটোরিয়াল থাকলে আমার মত অনেকেরই উপকার হয়। যতদুর জানি, হাঙ্গরিকোডার ভাইও এইদিকে ওস্তাদ। সুতরাং ওনারও ২/১টা টিউটোরিয়াল আশা করছি।
ভালো কথা, আমার লোকাল মেশিনে ওয়াম্প নাই, এর বদলে আমি এপাচি-টু-ট্রায়াড (উচ্চারণ ঠিক আছে তো?) ইন্সটল করেছি। জানতে চাচ্ছি, ওয়াম্প-এ কি এমন কোন ফিচার আছে যা এপাচি-টু-ট্রায়াড -এ নেই (অন্ততঃ পিএইচপি হোস্টিং এর ক্ষেত্রে)