টপিকঃ মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

ভাই দ্বিতীয় ঝর্ণাটা কেন স্পেশাল ব্যাখ্যা করবেন কি?? প্রথম ঝর্ণার ছবিসহ থাকলে বেশ হত thumbs_up

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

ভাইয়া সেখানে যাবার ব্যাপারে সাহায্য করুন। বেস্ট ওয়ে কি কি ভাবে যাওয়া যেতে পারে??

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন বিবেক (২০-০৬-২০০৮ ১০:৫৫)

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

চমৎকার। এখনো সিলেটে যাওয়া হয়নি। তবে যাবার ইচ্ছা আছে। তখন অবশ্যই দেখতে যাব।

তোমাকে ভালবাসি, তোমারই চরণে ঠাঁই,
মা,
তোমার ভালবাসার কোন তুলনা নাই।

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

আমি যায় নি। তবে যাব এবং দুটাই দেখে আসবো ইনশাল্লাহ।

সর্বশেষ সম্পাদনা করেছেন স্বপ্নবাজ (২০-০৬-২০০৮ ১৩:১০)

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

ইশশ hairpull, সকাল বেলাই মনটা খারাপ হয়ে গেল crying। আমি প্রথম ঝর্ণটা দেখছি, দ্বিতীয়টার কথা জানতামই না crying। আমি আবার যাব, তাই ধন্যবাদ বিবেক ভাইকে এই তথ্য জানানোর জন্য। সেবার অবশ্য খুব মজা করেছিলাম। প্রথম ঝর্ণটা দেখতে পাহাড়ের উপর উঠেছিলাম। সে এক অদ্ভুত আভিজ্ঞতা, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

@বিবেকঃ আপনি কি SUST এ পড়াশুনা করেন?

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

ঝর্না দুটো দারুন লাগছে

১০

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

কেমন লাগে? hairpullhairpull~X(
সিলেটে থাকতে থাকতে এই খবর টা দিলে কি হত? এখন কিভাবে দেখি?

আচ্ছা ২য় ঝর্ণাটা  কি পাহাড়ের উপরে? (তাহলে দেখেছি)
না পাশেই কোন খানে? (তাহলে দেখি নাই)

ছবিতে যা দেখলাম তাতে মনে হল, এই ঝর্ণাটা শুধু মাত্র বর্ষা কালেই দেখা যায়। কারণ ঝর্ণাটা যেই নালার সৃষ্টি  করেছে, সেখানটাতে আমার শীতকালে শুকনো দেখেছিলাম।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১১

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

১২

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

১৩

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৪

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

১৫

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

আমিও গেছিলাম ১৯৯৯ কিংবা ২০০০-এ। কিন্তু দ্বিতীয় ঝর্ণার খবর তো জানতাম না। পাহাড়ের উপরে উঠে যা দেখেছি তাতে তো একটা ছোট্ট গুহা বা গর্তের মত জায়গা থেকে পানিটার উৎস মনে হল। বিবেক ভাইয়ের #৩ পোস্টটার মধ্যে যেই দুইটা ঝর্ণা দেখা যাচ্ছে সেগুলোর কথাই কি বলছেন? তাহলে মনে হয় দেখেছি, ঠিক শিওর না। তবে হ্যাঁ, লোভ জাগিয়ে দিলেন। আবার বাংলাদেশে গেলে নিশ্চয়ই দেখতে যেতে হবে।

১৬

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

১৭

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

১৮

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

এ্যা দেশে এতো সন্দুর ঝণা আছে আর কি না জানি না, তাও আবার দুটা। ghusisurprised:-O:-O:-O:-O:-O:-O:-O:-O:-O

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৯

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

২০

Re: মাধবকুন্ডের দ্বিতীয় ঝর্ণা

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত