টপিকঃ ইন্টারনেট স্পীড কম হলে কিছু সেটিং পরিবর্তন করুন
এর আগে একটি পোস্টে সুমন ভাই পুরো ছবি পোস্ট করার কারণে পেজ লোড হতে বিরক্তিকর লম্বা সময়ের কথা বলেছিলেন --- আমি ব্যাপারটা ভালভাবেই উপলব্ধি করতে পারছি (বিটিটিবির ইন্টারনেটও ব্যবহার করেছি আমি!! ৫০০বাইট/সে.)।
অনেক সময় একটা পোস্টের উত্তরে ছবি না থাকা সত্ত্বেও আগের পোস্টের/মন্তব্যের ছবির কারণে সময় বেশি লাগে। এ সমস্যাটি এড়াতে নিম্নলিখিত পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারেন।
১. উপরের প্রোফাইল মেনুতে ক্লিক করুন (হোম, সদস্যতালিকা.... ওগুলোর পাশেই পাবেন)
২. বামদিকের মেনুতে প্রদর্শন-এ ক্লিক করুন।
৩. পোস্টে ছবি দেখাও অপশনটি থেকে ক্রশ চিহ্ন তুলে দিন (একবার ক্লিক করলেই হবে)
৪. নিচে অবস্থিত সাবমিট বোতামে চাপ দিন।
এতে করে কোন পোস্টের ছবিগুলো দেখাবে না তার বদলে <ছবি> নামক একটা লিংক দেখাবে। ছবিটা দেখতে চাইলে ঐ লিংকে ক্লিক করুন।
আশা করি এতে কিছুটা উপকার হবে। তাছাড়া সদস্যদের ছবি দেখাও অপশনটা বন্ধ করে দিতে পারেন - এতে পোস্টের বামদিকে ব্যবহারকারীর ছবি দেখাবে না, তাই যে কোন মন্তব্যের পৃষ্ঠা লোড হতে সময় কম লাগবে।