সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (১২-০৬-২০০৮ ১২:৩৭)

টপিকঃ অসুবিধা দূর হল

"সর্বশেষ ভিজিট এর পরের নতুন আলোচনা" তে ক্লিক করলে মডারেশন বোর্ডের টপিকগুলোএ এতদিন লিস্টে আসত। অনেকেই হয়ত বিভাগ না দেখে ক্লিক করে একটা ধাক্কা খেতেনb-( যে 'আপনার অনুরোধটি সঠিক নয়'। এখন সেটা সংশোধন করা হয়েছে। এডমিন/মডারেটর ছাড়া অন্যদের লিস্টে মডারেশনবোর্ডের টপিকগুলো দেখা যাবে না।

ধন্যবাদ।

Re: অসুবিধা দূর হল

আমি এই বিষয়টা এতদিন খেয়ালই করি নাই। neutral
এখন একটা বাসনা আসছে মনে - মডারেশন বোর্ডের টপিকও যদি দেখতে পারতাম.. roll

Re: অসুবিধা দূর হল

Re: অসুবিধা দূর হল

আগে কখনো খেয়াল করি নাইb-(

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: অসুবিধা দূর হল

কাজটা মনে হয় ভাল হয়নি। আগে তো ইউজার জানতে পারত যে তার থ্রেডটা মডারেশন বোর্ডে আছে। এখন তো সেটা জানার উপায়ও বন্ধ হয়ে গেল।

কি বলেন সবাই? এইটা রাখব নাকি আগের মত করে দেব?

thinking

Re: অসুবিধা দূর হল

thinkingthinking:-?

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

Re: অসুবিধা দূর হল

যেটা হয়েছে সেটাই ঠিক। সাধারণ ইউজারের কোন প্রিভিলেজ থাকার কথা না মডারেশন বোর্ডে কি হচ্ছে তা দেখার।
এর বাত্যয় হওয়া ঠিক না।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত