টপিকঃ সড়কের হত্যাকারী ঘাতকদের সাজার নজির নেই কেন ?
মাত্র আমরা হারালাম ১১টি তাজা প্রান , রক্তের দাগ এখনও শুকায়নি, সারা দেশের মানুষ শোকাহত, স্বজনদের বুক ফাটা আর্তনাদ
এরই মধ্যে আজ বাস ঘাতকরা হত্যা করলো আরও ৫জনকে -
আর সংবাদের শেষ লাইন এক ও অভিন্ন - ঘাতককে ধরা হয়নি - আই ঘাতক গিয়ে আজ আরেকটি গাড়ি চালাবে আর হত্যা করে আরও মানুষকে - আর ঘাতকদের ধরা হবে না - সাজা হবে না কেন??
সড়কে লাশ আর লাশ- ঘাতকদের উল্লাস - সড়কে হত্যার উৎসব আর আপনি নীরব - এত লাশ পড়ছে কিন্তু কোন প্রতিবাদ নেই !!
সড়ক দুর্ঘটনা নামের আড়ালে অবাধ সড়কহত্যা বন্ধ কর !!প্রতিদিন প্রতিটি সড়ক হত্যাকান্ডের শেষ লাইন এক ও অভিন্ন, ঘাতকদের ধরা সম্ভব হয়নি, বা ঘাতক পলাতক! প্রতিদিন সড়কহত্যা শিকার ৬৪জন বছরে ২৫০০০জন, কিন্তু ঘাতকদের সাজার নজির নেই!!সড়কহত্যাকান্ডের ন্যায় বিচার প্রাপ্তিতে সকল বিবেকবান সাংবাদিক ও আইনজীবীদের প্রতি আবেদন করছি:
চালক ৮০ লাখ আর লাইসেন্স ১৬ লাখ, তারপর সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা শুধু রাস্তার জন্যই হয়- ব্যাপারটা এমন নয়। জনসচেনতারও প্রয়োজন রয়েছে। এখানে শুধু বেপরোয়া ড্রাইভারই দায়ী নয়, আবার রাস্তাও দায়ী না। বেপরোয়া পথচারীরাও অনেক সময় সড়ক দুর্ঘটনার কারণ। তার মানে তারা এদের উৎসাহী করছেন?