টপিকঃ সৌদি আরব থেকে ভিডিও কল কারার জন্য কোন এ্যাপগুলো ব্যবহার করা যায়?

গুগল করে তেমন নির্ভরযোগ্য কোন তথ্য পেলাম না। ২০১৭ সালের কিছু আর্টিকেলে দেখলাম কিছু কিছু এ্যাপের ব্যান লিফট করেছে। আবার ২০২১ সালের কিছু আর্টিকেলে দেখলাম অনেক এ্যাপ এখনও চলে না।

তো প্রশ্ন হচ্ছে, সৌদি আরব থেকে ভিডিও কল করার জন্য FaceTime, Messenger, Signal বা WhatsApps ব্যবহার করা যায় কী? কিংবা অন্য কোন এ্যাপ (Imo ছাড়া)?

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: সৌদি আরব থেকে ভিডিও কল কারার জন্য কোন এ্যাপগুলো ব্যবহার করা যায়?

snapchat   dancing

Re: সৌদি আরব থেকে ভিডিও কল কারার জন্য কোন এ্যাপগুলো ব্যবহার করা যায়?

WeChat চেষ্টা করতে পারেন ।

সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (২৭-০৬-২০২২ ১১:১৮)

Re: সৌদি আরব থেকে ভিডিও কল কারার জন্য কোন এ্যাপগুলো ব্যবহার করা যায়?

সবই ব্যবহার হয়  ভিপিএন দিয়ে!  hmm

signal ব্যপারটা জানি না! ট্রাই করে দেখি নাই!

কিন্তু facebook Messenger, imo, google duo, facetime e , Instagram   ভিডিও কল করা যায়! vnp ছাড়া ব্যবহার করা যায়! 

whatsapp e শুধু টেক্সট করা যায় আর ভয়েজ ম্যাসেজ পাঠানো যায়! ভিডিও কল বা কল  হয় না! করতে হলে ভিপিএন  লাগবে!