টপিকঃ 'এক্স' মানে কী?
"X" হলো ইংলিশ অক্ষরমালার 24 তম অক্ষর।
গণিতে সাধারণত "X" হলো একটি চলরাশি। তবে ধ্রুবক হিসাবেও ব্যবহার করতে পারেন ।
লেখচিত্রের খেতে আনুভূমিক রেখাকে x-axis বলা হয়।
বায়োটেকনোলোজিতে "x" একটি রশ্মির নাম যার সাহায্যে দেহের কোন হাড় ভাঙ্গা আছে কিনা তা বোঝা যায়।
চিকিৎসাশাস্ত্রে এক্স মানে MDMA ড্রাগকে বোঝায়। যেটি সহজে শরীরকে উদ্দীপ্ত করে।
বায়োলজিতে এক্স মানে একটি সেক্স ক্রোমোজোম কে বোঝায়। মহিলাদের শরীর xx ক্রোমোজোম এবং পুরুষদের শরীর xy ক্রোমোজোম নিয়ে গঠিত হয়।
CV তে X ফ্যাক্টর মানে কোন জিনিসের প্রতি স্পেশাল দক্ষতা বোঝায়।
সাইকোলজিতে একটি এক্স থিওরি আছে। ডগলাস ম্যাকগ্রেগর এই থিওরি দিয়েছিলেন।যেটির অর্থ মানুষ কাজ করতে অপছন্দ করেন এবং দায়িত্ব নিতে চাননা।
ফিল্ম ইন্ডাস্ট্রির x মানে যৌন উদ্দীপক ভিডিওগুলো কে বোঝায়।
অবশেষে এক্স মানে বাংলায় প্রাক্তন বোঝায়।
#সংগৃহীত