টপিকঃ 'টা টা' (ta ta) শব্দটির আক্ষরিক কোনো অর্থ কি?
অনেক বাঙালী কাউকে বিদায় বোঝাতে 'টা টা' শব্দটি ব্যবহার করেন। এটা কোথা থেকে এলো ? কেউ একটু আলোকপাত করবেন কি ?
'টা টা' (ta ta) শব্দটির আক্ষরিক কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে বলে, মনে হয় না।
তবে, সূত্র অনুসন্ধান করলে দেখা যাবে, এর উৎপত্তি, ব্রিটিশ কালচার থেকে।
নার্সারীর বাচ্চাদের ক্ষেত্রে, বিদায় নেয়ার সময়, খেলাচ্ছলে, 'টা টা' বলার রীতি ছিলো।
আক্ষরিক অর্থে, এর কোনো গ্রহণযোগ্য বিশ্লেষণ না থাকলেও, 'টা, টা', এই শব্দ দুটির মাধ্যমে একটা শব্দের অনুরণন, অর্থাৎ, resonance of sound বা বলা যেতে পারে, একটা ধ্বনি মাধুর্য সৃষ্টি হয়।
এবং, সম্ভবত: এই ধ্বনি মাধুর্যের কথা মনে রেখেই, নার্সারীর সরলমতি বাচ্চাদের ক্ষেত্রে এটা শুরু হয়েছিলো, এবং এই ধ্বনি মাধুর্যের প্রভাবে, শিশুদের ক্ষেত্রে, এর অর্থ খোঁজার কৌতূহল গুরুত্বপূর্ণ হয়ে উঠার সম্ভাবনা কম, কৌতূহলকে অবদমিত করেই রাখার কথা।
যাই হোক, পরবর্তী সময়ে দেখা গেলো, কাউকে বিদায় জানাতে এর প্রয়োগ, বড়দের মাঝে ও শুরু হলো।
প্রশ্নে বলা হয়েছে, 'অনেক বাঙালী'…।
এই প্রসঙ্গে বলা যেতে পারে,
আমরা বাঙালী,
আমাদের ভাষা, অর্থাৎ, বাংলা ভাষার কাছে, যে কোনো দেশ থেকে আগত, যে কোনো ভাষা, সেটার মুল ছন্দ হারিয়ে, আত্মসমর্পণ করে লুটোপুটি খেতে বাধ্য হয়েছে, বারে বারেই।
#সংগৃহীত