টপিকঃ ইউক্রেনের অনেকেই বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। তো এই "বাঙ্কার" জিনিসটা কী?
সোজা ভাষায় বাঙ্কার মানে ঘরের নীচে লুকিয়ে থাকার জন্য আরেকটা ঘর।
এটি একটি প্রতিরক্ষামূলক সামরিক দুর্গ , যা পতনশীল বোমা , কোন বড় ঝড় বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে মানুষের বাঁচার জন্য ও কোন মূল্যবান সামগ্রী কে বাঁচানোর জন্য বানানো হয়ে থাকে । এগুলো বেশিরভাগই ভূগর্ভস্থ হয় এবং এতে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য , এবং অন্যান্য দৈনন্দিন কাজে ব্যবহৃত খুঁটিনাটি জিনিস সংরক্ষিত থাকে যাতে কোন বড় বিপদের সময় এর মধ্যে আশ্রয় নিয়ে জীবন বাঁচানো যায় ।
#সংগৃহীত