টপিকঃ জীবনের চরম সত্য কী কী?
পৃথিবীর কোন মানুষই ভালো নেই;শান্তিতে নেই,তা সে যতই ক্ষমতাবান হোক না কেন!
সস্তা এবং মুখরোচক জিনিসপাতির দিকে মানুষের আগ্রহ বেশি।
যে যাই বলুন না কেন প্রেম একটি শরীর বৃত্তীয় প্রক্রিয়া।
মানুষকে পাত্তা দিলে সে তার পাত্তাকে আরো বেশি করে বাড়িয়ে তুলবে।
বেশিরভাগ মানুষই প্রেম জটিলতায় ভুগছেন।
মানুষ বড়ই স্বার্থপর!কেউই তার স্ট্যাটাস থেকে নিচে নামতে চায় না।হয় সমানে সমান,না হয় তারা উপরে উঠতে চায়।
একটি ফ্রেশ ঘুম দেয়ার পরেই মানুষের চিন্তা-ভাবনায় ব্যাপক পরিবর্তন চলে আসে।মানুষ তার সিদ্ধান্ত বদলাতে ভুল করেন না।
চালাক লোক ধরা খান বেশি,শেষমেষ বোকারাই টিকে থাকে।
অধিকাংশ মানুষই জানেননা- তারা আসলে কি চায়?
কমবেশি প্রায় সকলেরই মনের অজান্তেই কথাবার্তায় অহংকার বেরিয়ে আসে।কেউ উচ্চ ডিগ্রিধারী,কেউ ভালো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েন কিংবা কেউ প্রভাবশালী পরিবারের সন্তান অথবা কেউ অঢেল বিত্তশালী।দিনশেষে এসব নিয়েই আমাদের বসবাস।