টপিকঃ আজ আপনার দেখা সেরা ছবিগুলি কী?
পরাজয় নিশ্চিত জেনেও যখন কেউ লড়াই চালিয়ে যায়, তার প্রতিমূর্তি। নদী ফুলে ফেঁপে উঠেছে। নদীর ভাঙন স্পষ্ট। আকাশে কালো মেঘ। একটু বৃষ্টি হলেই নদীর ভাঙনের করাল গ্রাসের স্বীকার হবে চাষের জমিটি। তবুও উনি আশাবাদী। হয়তো জমি ডুববে না। হয়তো তাঁর শস্য বেঁচে যাবে এবছর। পরম মমতায় ছোটো ছোটো গাছগুলোর যত্ন করছেন।
#সংগৃহীত