টপিকঃ বাসে অথবা গাড়িতে উঠলে অনেকেই বমি করে, এর কারণ কী?

বাসে অথবা গাড়িতে উঠলে অনেকেই বমি করে, এর কারণ কী?
এইটা হলো এক আজব পরিস্থিতি। আসুন বুঝি বমি আসলে কেন হয়??

আমাদের শরীরের গতি ও জড়তার মধ্যে একটা ভারসাম্য থাকে। এই ভারসাম্য রক্ষা করে অন্তঃকর্ণ।

আপনি গাড়িতে বসে আছেন আরামসে। এই সময় আপনার অন্তঃকর্ণ মস্তিষ্ক কে বলছে - " বস, আমরা গতিশীল আছি।"

আবার আপনার চোখ বলে, " বস আমরা তো স্থির!!

মস্তিষ্ক - "কি বলো এসব??"

চোখ- হ্যাঁ বস, আমি তো আপনাকে দেখাচ্ছি যে সামনে পেছনে সিট গুলো স্থির। মানুষ গুলোও তো স্থির হয়ে বসে আছে। আমার কথা বিশ্বাস করেন বস!!!

তখন মস্তিষ্কে বিভ্রান্তি তৈরি হয়। এই চোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার নাম " মোশন সিকনেস"। এ অবস্থার কারণে ই মূলত বমি হয়।

#সংগৃহীত