টপিকঃ কিভাবে চললে সবার কাছে ভালো হওয়া সম্ভব?

একদম দুর্বলভাবে চলাফেরা করবেন।এতে করে মানুষ আপনাকে দেখে খুশি হবে।কারণ দুর্বলের উপর আধিপত্য বিস্তার করার মধ্য দিয়েই অন্যের সুখ।এছাড়াও দুর্বল লোককে প্রায় সকলেই পছন্দ করেন।তাই এই টিপসটি মেনে চলুন।


এছাড়াও সকলের কাছে ভালো থাকতে হলে আপনাকে ব্যাপক মাত্রায় তোষামোদি করতে হবে।এরসাথে তেলবাজি শিল্পকেও রপ্ত করতে হবে।


একমাত্র চাপাবাজদের ও গলাবাজদের পক্ষেই সকলের কাছে ভালো হওয়া সম্ভব।কাজেই কিছু সময়ের জন্য গলাবাজি করে দেখতে পারেন।

#সংগৃহীত