টপিকঃ ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন
ইন্টারভিউ বোর্ডে আপনাকে আপনার ইমেল/ফেসবুকের পাসওয়ার্ড জিজ্ঞেস করলে আপনি কি উত্তর দেবেন ?
স্যার আপনাকে ইমেইল দিচ্ছি। নো প্রবলেম। আর আমার পাসওয়ার্ড হচ্ছে ৮ ডিজিটের। আর প্রতিটি ওকেশন বা কোন ঘটনা ঘটলেই, নির্দিষ্ট কোন একটা শর্তের উপর ইমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করি।আজকেও ইন্টারভিউয়ে আসার আগে পাসওয়ার্ড চেঞ্জ করেছি।
৮ ডিজিট পাসওয়ার্ডের মধ্যে আমি দিয়েছি ৪ ডিজিট এবং বউ দিয়েছে বাকি ৪ ডিজিট এবং বউ শর্ত দিয়েছে — আজকের জব না হলে ৪ ডিজিট বলবে না।
এখন আমার এই জব কনফার্ম হলেই কেবল বাকি ৪ ডিজিট জানতে পারবো।
আশা করি বাড়ি গিয়ে বউয়ের কাছ থেকে বাকি ৪ ডিজিট জেনে আপনাকে পরে জানিয়ে দিতে পারবো স্যার। এবং আমি নিশ্চিত আপনি বাকি ৪ ডিজিটও জানতে চান।
#সংগৃহীত