Re: দোকান পরিচালনার জন্য সফটওয়্যার
ভাই, কেমন আছেন । দোকান বা সুপার শপের কাজে পয়েন্ট অব সেলস (POS) সফটওয়্যার ব্যবহার করতে পারে আপনার বন্ধু । আসলে ফ্রী তে তো সব অপশন পাওয়া যায় না । আপনার বন্ধুর দোকান যদি বড় হয় তাহলে সামান্য কিছু টাকা খরচ করে পয়েন্ট অব সেলস সফটওয়্যার কিনতে বলেন । এটাই ভালো হবে আপনার বন্ধুর জন্য । প্রোডাক্ট গুলো স্টক টা ভালো থাকবে । এমনকি দিনে-সপ্তাহে-মাসে-বছরে কী কী পণ্য কতগুলো কী দামে বিক্রি হয়েছে, সব দেখাবে। যদি আপনার বন্ধু কিনতে চাই তাহলে আমারে পিএম করেন । আপনাকে হেল্প করবো । ভালো থাকেন ভাই । আল্লাহ হাফেজ ।