টপিকঃ মানুষের মন জয় করার উপায় কী?
মানুষকে তার নাম ধরে সম্বোধন করুন।কাউকে তার নাম ধরে ডাকলে সে খুশি হবে।
মানুষের মন নিয়ে খেলতে হবে।
মানুষের মন কি চায় সেটি বিবেচনায় নিয়ে আচার আচরণ করুন।
কাউকে উপহার দিলে সে আপনাকে আজীবন মনে রাখবে।
বিপদগ্রস্ত লোককে সাহায্য করলে সে আপনাকে আজীবন মনে রাখবে।
হতাশাগ্রস্ত লোকের মাঝে আশার সঞ্চার জোগানের চেষ্টা করুন।
কাউকে কখনো নিরাশ করবেন না,ডিমোটিভেট করবেন না।
মানুষের কথা মনোযোগ দিয়ে শুনুন।
কারো সাথে কুতর্ক করবেন না;প্রয়োজনে সহমত পোষণ করুন।
মানুষকে কাম্য পরিমাণে প্রশংসা করুন।
কেউ কোনো কিছু অর্জন বা কোথাও বিজয়ী হলে তাকে অভিনন্দন জানান।
কারো সাথে দেখা হলে কুশল বিনিময় করুন,হ্যান্ডশেক করুন।
কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলুন।অযথা অঙ্গভঙ্গি করবেন না।
অপরিচিত কারো কাছে কখনো নিজেকে জাহির করা এবং অহংকারমূলক কথাবার্তা বলা যাবে না।
বিভিন্ন উৎসব অনুষ্ঠানে মানুষকে আমন্ত্রণ করে ট্রিট দিন।
#সংগৃহীত