টপিকঃ আজ আপনাকে কী খুব বিস্মিত করেছে?
তামিল নাডুতে এক সেলুনের মালিক গ্রাহকদের জন্য টিভির পরিবর্তে একটি গ্রন্থাগার স্থাপন করেছে। যে ব্যক্তি বই পড়বে সে 30% ছাড় পাবে। যদিও একটি সামান্য পরিবর্তন তবুও এই সামান্য পরিবর্তন সমাজের জন্য বড় পরিবর্তন আনতে পারে।
সমাজের ভালোর জন্য শুধুই সরকারের উপর নির্ভর না করে নিজে সমাজের জন্য যতটুকু করা সম্ভব তা করা উচিত।
যদি আমরা একটু ভিন্ন ভাবে চিন্তা করি তবে সমাজকে স্বপ্নের মতো করে গড়ে তুলতে পারবো।
#সংগৃহীত