টপিকঃ কী দেখে আজ আপনার হাসি পেয়েছে?
কী দেখে আজ আপনার হাসি পেয়েছে?
নির্বাচন আসছে। এখনো সময় আছে দু'বছরেরও বেশি। কিন্তু মাঠ গরম হচ্ছে। রাজনীতিবিদরা আস্তিন গুটিয়ে পেশি দেখাতে শুরু করে দিয়েছেন। জিহ্বা দিয়ে মধু বর্ষণ তো চলছে অনর্গল। তৈরি হচ্ছেন যুদ্ধের জন্য।
সৈকত রুশদীর ওয়ালে একটা মজার ছবি দেখলাম। মানুষ কীভাবে উল্টে-পালটে যায়! একই মানুষ ভিন্ন সময়ে ভিন্ন বক্তব্যে।
@মহিউদ্দিন আহমেদ
প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী।
#সংগৃহীত