টপিকঃ চুরি
চুরি
****
সরকারী কর্মকর্তা ও তার স্ত্রীর আলাপ
স্ত্রী : স্কুল থেকে তোমার ছেলের নামে অভিযোগ আসছে
স্বামী : কেন কি হয়েছে?
স্ত্রী : সে নাকি স্কুলের পাশের ছাত্রের কলম, পেন্সিল, রাবার, রুলার চুরি করে
স্বামী : মান ইজ্জত আর রইল না, শেখ পর্যন্ত আমার ছেলে চুরি করে ছি ছি, কোন জিনিসের অভাবে রাখি তাকে, প্রায় প্রতিদিনই আমি অফিস থেকে নতুন নতুন
কাগজ, কলম, পেন্সিল, রাবার, রুলার সবাই তাকে এনে দেই, তারপরো তার পাশের ছাত্রের জিনিস চুরির কি দরকার