টপিকঃ কৌতুক
তিনদিন অপেক্ষা করুন
এক ভদ্রলোক সকালে ঘুম থেকে উঠে দেখলেন তার বারান্দায় একটা গ্রেনেড। সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেন—
ভদ্রলোক: স্যার, আমার বাড়ির বারান্দায় একটা গ্রেনেড দেখতে পাচ্ছি।
থানা: তিনদিন অপেক্ষা করুন।
ভদ্রলোক: কি বলছেন তিনদিন অপেক্ষা করব?
থানা: যদি কেউ নিতে না আসে তাহলে ওটা আপনি নিজের কাছে রেখে দিতে পারেন।
বাদাম সুরক্ষিত রাখার কৌশল
নাতি: দাদি, তুমি বাদাম খেতে পার?
দাদি: না, দাদু ভাই। কবে দাঁত পড়ে গেছে।
নাতি: তাহলে এই বাদামগুলো রাখ তো, আমি আপুর কাছে চেয়ে আরও কতগুলো নিয়ে আসি।
কুসংস্কার নিয়ে ভাবার সময় নেই
দুই চোর গেছে এক বাড়িতে চুরি করতে। এমন সময় পুলিশ এসে পড়েছে। চোর তার সহকারীকে বলছে—
চোর: পুলিশ আসছে! জানালা দিয়ে লাফিয়ে পড়।
সহকারী: কিন্তু ওস্তাদ, আমরা যে এখন তের তলায় আছি।
চোর: দুর গাধা! এখন কি কুসংস্কার নিয়ে মাথা ঘামানোর সময়?