টপিকঃ হা! হা! হি! হি! -৫৪.১
কতদিন পর এখানে সেটা মনে নেই। কিন্তু কথায় আছে " End with a Bang !" । কিন্তু আমি তো আর ফুরিয়ে যাই নি । তাই নতুন করে বলতে হয় "Return with a BANG ! ! ! " । তো শুরু করা যাক।
এক স্বামী তার স্ত্রীর কাছ থেকে ২৫০ টাকা ধার নিল।
তার কিছুদিন পর আবার ২৫০ টাকা নিল। তার কিছুদিন পর স্ত্রী তার স্বামীর কাছে পাওনা টাকা চাইলো।
স্বামী জিজ্ঞেস করলো কতো হয়েছে?
স্ত্রী বলল ৪১০০ টাকা !
কিভাবে? স্বামী জিজ্ঞেস করল।
স্ত্রী খাতায় লিখে ঠিক এভাবেই হিসেব দিল
২ ৫ ০ টাকা
+২ ৫ ০ টাকা
--------------------------------------
মোট- ৪ ১০ ০ টাকা
স্বামী হতবাক হয়ে ভাবতে লাগলো কোন স্কুলে পড়েছে কে জানে !
স্বামী বুদ্ধি খাটিয়ে ভেবে দেখল যে, ও যেভাবে গণিত শিখেছে ওকে সেভাবেই শোধ দিতে হবে।
সে ১০০ টাকা দিয়ে স্ত্রীকে দিয়ে জিজ্ঞেস করল আর কতো পাবে খাতায় হিসেব করে দেখাও।
স্ত্রী ঠিক আগের মতো হিসাব করল-
৪ ১ ০ ০ টাকা
- ১ ০ ০ টাকা
------------------------
৪ টাকা
স্ত্রীকে ৪ টাকা দিয়ে বলল হিসাব বরাবর !
স্যারঃ "লবণ দেয়ার পর খাবারটা ভালো হয়েছে' এর ইংরেজি কি?
ছাত্র- গুড আফটার নুন
~কই তুমি বাবু?
~তোমার হৃদয়ে।
~তোমারে না কতবার বলছি করোনার সময় এখন, ভিড়ের মধ্যে না যাইতে।
আম্মু : শুনলাম তুমি নাকি ইদানিং সিগারেটখাওয়া শুরু করেছো ? কথাটা কি সত্যি ?
আমি : হ্যাঁ মা সত্যি কথা।
মা : শুনে ভালো লাগলো যে তুমি সত্যি কথাবলা শুরু করেছো। আচ্ছা যা খেয়েছো খেয়েছো আর খেয়ো না। আচ্ছা আমি কি জানতে পারি যে, তুমি হঠাৎ সিগারেট খাওয়া শুরু করলে কেন ?
আমি : এটা ...আমি দেশ ও দশের কথা ভেবে খাওয়া শুরু করেছি মা!!!
মা : মানে ?!!!
আমি : সিগারেট হলো দেশের শত্রু ঠিক কিনা বল ?
মা : হ্যাঁ ঠিক ।
আমি : সিগারেট হলো পরিবেশের শত্রু ঠিক কিনা বল ?
মা : হ্যাঁ ঠিক।
আমি : সিগারেট হলো যুব সমাজের শত্রু ঠিককিনা বল ?
মা : হ্যাঁ ঠিক।
আমি : এই জন্যই তো এটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে ফেলছি। ভাবছি, ...মদটাকেও এবার শেষ করা শুরু করব
মা : দাড়া রে হতচ্ছারা আজ তোর এক দিন কি আমার একদিন..
ক্লাসে টিচার বাংলা পড়াচ্ছেন- বাচ্চারা, ‘নিঃসন্দেহে’ শব্দটি দিয়ে একটি বাক্য বল তো দেখি।
প্রথম জন- ম্যাডাম, আকাশ নিঃসন্দেহে নীল।
টিচার – হল না, আকাশ যখন মেঘলা থাকে, তখন আকাশের রঙ বদলে যায়।
দ্বিতীয় জন- ম্যাডাম, ঘাস নিঃসন্দেহে সবুজ।
টিচার – উঁহু, অনেকদিন রোদ কিংবা জল না পেলে ঘাস বিবর্ণ হয়ে যায়। …
এবার তৃতীয় জন উঠে দাঁড়াল এবং প্রশ্ন করল- ম্যাডাম, পাদের কি ঝোল হয়?
– কী???
– মানে, পাদের কি ঝোল হয়?
– না…
– তাহলে আমি নিঃসন্দেহে হেগে দিছি!
আজকের মত এখানেই শেষ। আশা করি নিয়মিত হব আবার । হয়ত বা হাসির বাক্সে বা অন্য কোথাও ।