টপিকঃ পারফরমান্স ২০২১ বিশ্বকাপ
বাংলাদেশ কি এত বাজে পারফরমান্স করে ২০২১ বিশ্বকাপের মুখেই চুনকালি মাখালো?
আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেট-বিশ্বকে একটা শিক্ষা দিলো। এতোটা রক্ষণাত্মক মানসিকতার আর নেগেটিভ পরিকল্পনার যে আধুনিক ক্রিকেটে আর কোনো ভাত নেই, তা-ই বাংলাদেশ আরো একবার প্রমাণ করে দিলো বাকি পৃথিবীর কাছে। এমন না যে, এটা কেউ জানতো না। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে কী কী করা যাবে না অধ্যায়ের সবচেয়ে উপযুক্ত পাঠদান করা যেতে পারে বাংলাদেশের এই বিশ্ব-কাপের কার্যক্রম দিয়ে।