টপিকঃ সাইকেলে দক্ষিনাঞ্চল ভ্রমন
কাল গিয়েছিলাম চারুকলায়, গিয়েই দেখলাম আমার দুই বন্ধু অভি আর জাফরুল যাচ্ছে সাইকেল ভ্রমনে। তারা নাকি পুরো দক্ষিনাঞ্চল ঘুরবে, সময় হিসেব করে বের করছে যে তাদের নাকি ৩৩ দিনের মত লাগবে। আমি শুনেই তো থ, কি বলে এরা। তারা এই ভ্রমনের নাম দিয়েছে জুনো। এরকম নাম রাখার কারন জিজ্ঞেশ করাতে অভি বলল যে এখন তো জুন মাস তাই এর সাথে মিলিয়ে নাম রেখেছে-জুন থেকে জুনো। আমি আর ঘাটালাম না কারন এর চেয়ে বেশী যদি ব্যাখ্যা চাই তাহলে পেইন্টার মানুষ হয়তো এমন কোন ব্যাখা দিবে যা আসলেই আমার মাথার উওর দিয়ে যাবে। যাই হোক আমি ওদের কথা মন দিয়ে শুনছিলাম, কতক্ষন পরে খেয়াল হল যে আমারও ভিতরে ওদের সাথে যাবার ইচ্ছা জাগছে। সাথে সাথে সেই ইচ্ছাটাকে গলা চেপে মেরে ফেললাম। মনটা কেন যেন খারাপ হয়ে গেল, আমি আবারও অনুধাবন করলাম যে আসলে আমরা অনেক কিছু চাইলেই করতে পারিনা।
ভবঘুরে স্বপ্নগুলো..... রক্তের গ্রুপঃ A+