টপিকঃ T20 Worldcup2021
নবাগত স্কটল্যান্ডের কাছে বাছাই পর্বে হেরে ২০২১ টি২০ ক্রিকেট বিশ্বকাপ খেলার যোগ্যতা কি হারালাম?
বিশ্বকাপের আগে মিরপুরের ধীরগতির, স্পিনবিষ ছড়ানো উইকেটে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা বাংলাদেশ বারবার জয়ের অভ্যাসে আত্মবিশ্বাস খুঁজে নিয়েছিল। নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশ বুঝল, সব সাফল্যেই তৃপ্তির ঢেকুর তুলতে নেই।
এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এবং বাকি দলগুলোকে আইসিসির বাছাই পর্বে খেলে বিশ্বকাপ নিশ্চিত করতেচমকে উঠার একথা কেবল টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো নিজেকে মেলে ধরতে পারেনি বাংলাদেশ যেমনটি প্রমান করেছে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে। সম্প্রতি যুদ্ধ বিধস্থ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। ৩ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। হবাংলাদেশকে সহজেই হারিয়েছে আফগানরা। আফগানিস্থানের বিপক্ষে সিরিজ হারের ফলে র্যাংর্কিংয়ে রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ।
মিরপুরের উইকেট নিয়ে আশরাফুল যা বলেন ঃ