টপিকঃ গরম লাগলে কী করবেন?
গরম লাগলে কী করবেন?
একবার প্রচণ্ড গরমের সময় শফিকের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে—
ভদ্রলোক: আচ্ছা জনাব, আপনার যখন গরম লাগে, আপনি তখন কী করেন?
শফিক: কেন, এসির পাশে গিয়ে বসে থাকি!
ভদ্রলোক: এসির পাশে বসেও যদি আপনার গরম লাগে?
শফিক: হুম, তখন এসিটা চালিয়ে দেই।