আয়োদ ধৌম্য তার আরেক শিষ্য উপমন্যুকে আদেশ দিলেন তার গরু চরানোর।
উপমন্যু প্রতিদিন গরু চরিয়ে সন্ধ্যায় গুরুকে প্রণাম করতে লাগলেন।
একদিন গুরু জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কি খাও? তোমাকে বেশ স্থূল দেখছি।
উপমন্যু বললো, আমি ভিক্ষা করে জীবিকা নিবার্হ করি।
গুরু বললেন, আমাকে নিবেদন না করে ভিক্ষান্ন ভোজন করা উচিৎ নয়।
তারপর থেকে উপমন্যু ভিক্ষাদ্রব্য এনে গুরুকে দিতেন। কিছুদিন পরে উপমন্যুকে পুষ্ট দেখে গুরু বললেন, তুমি যা ভিক্ষা পাও সবই তো আমি নিই , তুমি এখন কি খাও?
উপমন্যু বললেন, প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই, তারপর আবার ভিক্ষা করি , তাতেই আমার জীবিকা র্নিবাহ হয়।
গুরু বললেন, এ তোমর অন্যায় হয়, এতে অন্য ভিক্ষাজীবিদের ক্ষতি হয়, তুমি লোভী হয়ে পড়েছ।
তারপর উপমন্যু একবার মাত্র ভিক্ষা করে গুরুকে দিতে লাগলেন। গুরু আবার তাকে প্রশ্ন করলেন, বৎস, তোমাকে তো অতিশয় স্থূল দেখছি, এখন কি খাও?
উপমন্যু বললেন, আমি এই সব গরুর দুধ খাই।
গুরু বললেন, আমার অনুমতি বিনা গরুর দুধ খাওয়া অন্যায়।
উপমন্যু তারপরেও স্থূলকায় রয়েছেন দেখে, গুরু বললেন, এখন কি খাও?
উপমন্যু বললেন, স্তন্যপানের পর বাছুররা যে ফেনা উদগার করে তাই খাই।
গুরু বললেন, এই বাছুররা দয়া করে তোমার জন্য প্রচুর ফেনা উদ্গার করে, তাতে এদের পুষ্টির ব্যাঘাত হয়; ফেনা খাওয়া ও তোমার উচিৎ নয়।
গুরুর সকল উপদেশ মেনে নিয়ে উপমন্যু গরু চরাতে লাগলেন।
একদিন তিনি ক্ষুধার্ত হয়ে অর্কপত্র (আকন্দ পাতা) খেলেন। সেই ক্ষার তিক্ত, রুক্ষ ,তীক্ষ্ম বস্তু খেয়ে তিনি অন্ধ হলেন এবং চলতে চলতে কূপের মধ্যে পড়ে গেলেন।
সূর্যাস্তের পর উপমন্যু ফিরে এলেন না দেখে শিষ্যদের সঙ্গে নিয়ে বনে গিয়ে ডাকলেন- "বৎস , উপমন্যু কোথায় আছ, এস।"
উপমন্যু কূপের ভেতর থেকে উত্তর দিলেন, আমি অর্কপত্র (আকন্দ পাতা) খাওয়ার ফলে অন্ধ হয়ে এখানে পড়ে গেছি।
ধৌম বললেন, তুমি দেববৈদ্য অশ্বিনীকুমারদ্বয়ের গুণকীর্তন কর, তাঁরা তোমাকে চক্ষু ফিরিয়ে দিবেন।

উপমন্যু গুণকীর্তন করলেন, অশ্বিদ্বয় তাঁর নিকট আবির্ভূত হয়ে বললেন, আমরা তোমার গুরুভক্তিতে প্রীত হয়েছি, তুমি এই পিঠা খাও। তোমার উপাধ্যায়ের দন্ত কৃষ্ণ লৌহময় হবে, তোমার দন্ত হিরন্ময় হবে, তুমি চক্ষু ফিরে পাবে এবং শ্রেয়লাভ করবে ।
উপমন্যু চুক্ষ লাভ করে গুরুর কাছে এলেন, গুরু প্রীত হয়ে বললেন, অশ্বিকুমারদ্বয়ের বরে তোমার মঙ্গল হবে, সকল বেদ এবং ধর্মশাস্ত্রও তুমি আয়ত্ত করবে।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।