Re: মহাভারতের গপ্পো
দেবব্রতের ঘটকালি
পিতাকে চিন্তাকুল ও মনমরা দেখে দেবব্রত কারণ জানতে চাইলো।
তখন রাজা শান্তনু বললেন - "পুত্র, আমার মহান বংশে তুমিই একমাত্র সন্তান। কিন্তু মানুষ নশ্বর, মরনশীল। তােমার কিছু ঘটে গেলে আমার বংশলােপ পাবে। তুমি শতপুত্রেরও অধিক, সেজন্য আমি বংশ রক্ষার জন্য আবার বিবাহ করতে চাইনা। তােমার মঙ্গল হক এই কামনাই করি। কিন্তু গুণীজনে বলেন- পুত্র না থাকা আর একটিমাত্র পুত্র থাকা একই কথা। তোমার অবর্তমানে আমার বংশের কি হবে এই চিন্তাই আমার দুঃখের কারণ।"
দেবব্রত তখন মন্ত্রীদের কাছ থেকে জিজ্ঞাসা করে তাঁর পিতার দাসকন্যাকে বিবাহ করতে চাওয়ার বিয়ষটি জানতে পারলো। তাই দেবব্রত মন্ত্রীদের সঙ্গে নিয়ে দাসরাজের কাছে গেলেন এবং পিতার জন্য কন্যা প্রার্থনা করলেন।
দাসরাজা জানালো এই বিয়েতে তার অমত নেই। কিন্তু সমস্যা হচ্ছে ভবিষ্যতে রাজ্যের রাজা হবে দেবব্রত, আর সত্যবতীর সন্তানেরা হবে সৎ ভাই দেবব্রতের হুকুমের গোলাম। তাই দাসরাজ তার কন্যাকে রাজার সাথে বিয়ে দিতে রাজি হয়নি।
দাসরাজের বক্তব্য শুনে দেবব্রত তাঁকে কথা দিলো সত্যবতীর গর্ভে যে পুত্র হবে সেই রাজত্ব পাবে।
দেবব্রতের এই প্রতিজ্ঞা শুনেও দাসরাজ সন্তুষ্ট হতে পারল না। কারণ দেবব্রত রাজত্ব দাবি না করলেও ভবিষ্যতে তাঁর সন্তানেরা রাজত্ব দাবি করতে পারে।
দাসরাজের এই কথা শুনে দেবব্রত রাজত্ব ত্যাগ করার সাথে সাথে আরো প্রতিজ্ঞা করে যে সে ব্রহ্মচারী হবে, কখনই বিয়ে করবেনা, ফলে তার কোনো পুত্রও হবে না।
দেবব্রতের প্রতিজ্ঞা শুনে এবার দাসরাজ সন্তুষ্ট হয়ে নিজের কন্য সত্যবতীকে রাজা শান্তনুর সঙ্গে বিয়ে দিতে রাজি হল। ঠিক তখন আকাশ থেকে অপ্সরা ও দেবতারা পুষ্পবৃষ্টি করে বললেন; এর নাম ভীষ্ম হল।
এবার ভীষ্ম সত্যবতীকে রথে চড়িয়ে হস্তিনাপুরে নিয়ে এলো। ভীষ্ম তার পিতাকে সমস্ত বত্তান্ত জানাল। পুত্রের জাকে খুশী হয়ে শান্তনু পত্রকে বর দিলেন- "তুমি যতদিন বাঁচতে ইচ্ছা করবে তত দিন তােমার মত্যু হবে না, তােমার ইচ্ছানুসারেই মত্যু হবে।"