সর্বশেষ সম্পাদনা করেছেন মরুভূমির জলদস্যু (০৪-০৫-২০২১ ১৪:১৯)

টপিকঃ নজরুলের চন্দ্রপ্রীতি

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১।
মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে।
তাই কিরে তোর কণ্ঠেরি গান, ওরে এমন মধুর লাগে।।
    ওরে গোলাপ নিরিবিলি
    নবীর কদম ছুঁয়েছিলি —
তাঁর কদমের খোশবু আজো তোর আতরে জাগে।।
    মোর নবীরে লুকিয়ে দেখে
    তাঁর পেশানির জ্যোতি মেখে,
ওরে ও চাঁদ রাঙলি কি তুই গভীর অনুরাগে।।
    ওরে ভ্রমর তুই কি প্রথম
    চুমেছিলি তাঁহার কদম,
গুনগুনিয়ে সেই খুশি কি জানাস রে গুলবাগে।।

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

২।
অনাদি কাল হতে অনন্তলোক গাহে তোমারি জয়।
আকাশ–বাতাস রবি–গ্রহ তারা চাঁদ, হে প্রেমময়।।
সমুদ্র–কল্লোল নির্ঝর–কলতান –
হে বিরাট, তোমার উদার জয়গান;

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৩।
আস্‌তে যদি হে অতিথি
ছিল যখন শুক্লা তিথি
ফুটত চাঁপা, সেদিন যদি চৈতালী–চাঁদ হাসতে।।

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৪।
যথা        দিনে রাতে মিলন–রাসে
        চাঁদ হাসে রে চাঁদের পাশে,
যার        পথের ধূলায় ছড়িয়ে আছে শ্রীহরি–চন্দন।।

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৫।
যে কলঙ্ক লয়ে হাসে চাঁদ নীল আকাশে,
যাহা লেখা থাকে শুধু প্রেমিকের ইতিহাসে,
দেবে চিরদিন নন্দন–লোক–চারী
তব সেই কলঙ্ক সে প্রেমের সম্মান।।

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৬।
ফোটে যবে ফুল, ওঠে যবে চাঁদ
    জাগে না সেথা কি প্রাণে কোন সাধ,
দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে।।

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৭।
যাও মেঘদূত, দিও প্রিয়ার হাতে
আমার বিরহ–লিপি লেখা কেয়া পাতে।।
আমার প্রিয়ার দিরঘ নিশাসে
থির হয়ে আছে মেঘ যে–দেশেরই আকাশে
আমার প্রিয়ার ম্লান মুখ হেরি’
ওঠে না চাঁদ আর যে–দেশে রাতে।।

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮।
আমার ভুবন কান পেতে রয় প্রিয়তম তব লাগিয়া
দীপ নিভে যায়, সকলে ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া।।
    তারারে শুধাই, ‘কত দেরি আর
    কখন আসিবে বিরহী আমার?’
ওরা বলে, ‘হের পথ চেয়ে তার নয়ন উঠেছে রাঙিয়া’।।
আসিতেছে সে কি মোর অভিসারে কাঁদিয়া শুধাই চাঁদে
মোর মুখপানে চেয়ে চেয়ে চাঁদ নীরবে শুধু কাঁদে।

১০

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৯।
কুল রাখ না–রাখ সে তুমি জান।
গোকুলে তোমার কাজ কুল ভোলানো।।
মহতের পিরিতি বালির বাঁধ সম।
কভু হাতে দাও দড়ি কভু চাঁদ আন।।

১১

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১০।
আমায় দিয়ে কারুর ক্ষতি হয় না যেন দুনিয়ায়,
আমি কারুর ভয় না করি, মোরেও কেহ ভয় না পায়, খোদা।
যবে    মসজিদে যাই তোমারি টানে
যেন        মন নাহি ধায় দুনিয়া পানে
আমি ঈদের চাঁদ দেখি যেন আসলে দুখের আঁধার রাত।।

১২

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১১।
কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী
নীল রেশমি রুমাল বেঁধে তার চারু-চাঁচর কেশে।
তাঁর রাঙা পদতলে পুলকে ধরা টলে
তাঁর রূপ -লাবনির ঢলে মরুভূমি গেল ভেসে।।
তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি‌'
বিশ্বের শাহানশাহ আজ মাখে গোঠের ধূলি,
তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে
তাঁর ছায়া ক'রে চলে আকাশে মেঘ এসে।।
কিশোর নবী গোঠে চলে
তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর মোম হয়ে যায় গ'লে
তসলিম জানায় পাহাড় চরণে ঝুকে তাঁহার।
নারাঙ্গি,আঙুর,খরজুর,পায়ে নজরানা দেয় হেসে।।

১৩

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১২।
চৈতালি চাঁদনী রাতে —
নব মালতীর কলি মুকুল-নয়ন তুলি’
নিশি জাগে আমারি সাথে।।
পিয়াসি চকোরীর দিন-গোনা ফুরালো
শূন্য-গগনের বক্ষ জুড়ালো
দক্ষিণ-সমীরণ মাধবী-কঙ্কণ
    পরায়ে দিল বনভূমির হাতে।।
চাঁদিনী তিথি এলো, আমারি চাঁদ কেন এলো না;
বনের বুকের আঁধার গেল গো — মনের আঁধার গেল না।
এ মধু-নিশি মিলন-মালায়
কাঁটার মত আমি বিঁধিয়া আছি, হায়!
সবারই আঁখিতে আলোর দেয়ালি
    অশ্রু আমারি নয়ন-পাতে।।

১৪

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৩।
নাই চিনিলে আমায় তুমি রইব আধেক চেনা।
চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনি রাতে হেনা।।
    আধো আঁধার আধো আলোতে
    একটু চোখের চাওয়া পথে —
জানিতাম তা ভুলবে তুমি, আমার আঁখি ভুলবে না।।

১৫

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৪।
নূরের দরিয়ায় সিনান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে
ফাগুন-পূর্ণিমা-নিশীথে যেমন আস্‌মানের কোলে রাঙা চাঁদ দোলে।।
    কে এলো কে এলো গাহে কোয়েলিয়া,
    পাপিয়া বুল্বুল্‌ উঠিল মাতিয়া,
গ্রহতারা ঝুঁকে করিছে কুর্নিশ হুরপরী হেসে পড়িছে ঢলে।।

১৬

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৫।
    ভুলে যেয়ো, ভুলে যেয়ো সেদিন যদি পড়ে আমায় মনে
যবে    চৈতী বাতাস উদাস হয়ে ফিরবে বকুল বনে।।
        তোমার মুখের জোছনা নিয়ে
        উঠবে যে চাঁদ ঝিলমিলিয়ে,
    হেনার সুবাস ফেলবে নিশাস তোমার বাতায়নে।।

১৭

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৬।
        পথের দুঁধারে সেই কুসুম ফোটে — হায় এরা ভোলেনি,
        বেঁধেছিলে তরু শাখে লতার যে ডোর হের আজো খোলেনি।
        একদা যে নীল নভে উঠেছিল চাঁদ
ছিল        অসীম আকাশ ভরা অনন্ত সাধ,
আজি        অশ্রু-বাদল সেথা ঝরে অবিরাম।।

১৮

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৭।
কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর।
ডাকছে পাখি, ‘বৌ গো জাগো’ আর ঘুমায়ো না, রাত্রি ভোর।।
যুঁই-কুঁড়িরা চোখ মেলে চায় চুম্‌কুড়ি দেয় মৌমাছি
শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর।।

১৯

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৮।
উজান বাওয়ার গান গো এবার, গাসনে ভাটিয়ালি
        আর গাসনে ভাটিয়ালি।
নূতন আশার চাঁদ উঠেছে কুমড়ো জালির ফালি
        যেন কুমড়ো জালির ফালি।।

২০

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

১৯।
বন্ধু    পথ চেয়ে চেয়ে
    আকাশের তারা পৃথিবীর ফুল গণি
বন্ধু    ফুল পড়ে ঝরে,তারা যায় মরে
    ফিরে এলো না হৃদয়-মণি।।
    কত নদী পেল খুঁজিয়া সাগর
    আমিই পাই না তোমার খবর
বন্ধু    সকলেরি চাঁদ ওঠে রে আমারি চির আঁধার রজনী।।