৮১

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮০।
চোখের জলে মন ভিজিয়ে যায় চলে ঐ কোন্ উদাসী।
বুকে কেন নীরব বীণা মুখে কেন নেইকো হাসি।।
    আকাশে চাঁদ তারার মেলা
    বনের পথে রঙের ডালা
তবু কেন আঁখিতে ওর উথলে পড়ে অশ্রুরাশি।।

৮২

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮১।
তোমারি প্রকাশ মহান, রে নিখিল দুনিয়া জাহান!
তোমারি জ্যোতিতে রওশন্ নিশিদিন জমিন ও আসমান।।
নিভিল কোটি তপন চাঁদ তোমারে খুঁজিয়া প্রভু,
কত দাউদ ঈশা মুসা করিল তব জয়গান।।
তোমারে কত নামে হায় ডাকিছে বিশ্ব শিশুর প্রায়,
কত নামে পূজে তোমায় ফেরেশতা হুর পরী ইনসান।।

৮৩

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮২।
আল্লা ব’লে কাঁদ বারেক রসুল বলে কাঁদ।
    সাফ্ হবে তোর মনের আকাশ উঠবে ঈদের চাঁদ।।
    ভোগে কেবল দুর্ভোগ সার, বাড়ে দুখের বোঝা
    ত্যাগ শিখ তুই সংযম শিখ, সেই তো আসল রোজা,
এই    রোজার শেষে ঈদ আসবে, রইবে না বিষাদ।।

৮৪

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৩।
তোমারে হেরিয়া পুলকে ওঠে ডাকি’
বকুল বনের ঘুমহারা পাখি,
ধরার চাঁদ তুমি চির-উতলা।।

৮৫

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৪।
আজ থির যমুনা আধীর ভায়ি
আয়ে গোকুলকে চাঁদ অন্ধেরি গ্যয়ি,
বোলে কোয়েলিয়া ময়ূর পাপিহা পিয়া পিয়া অবিরাম।।

৮৬

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৫।
তোমা ছাড়া স্বর্গ চাহি না, প্রিয়!
        মোদের প্রেমে চাঁদ আসে নেমে মাটির পাত্রে পান করি অমিয়।।
বিশ্ব ভুলায়ে ও-রাঙা পায়ে আমারে বেঁধেছে জীবনে মরণে।।

৮৭

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৬।
    বল্লরি-ভুজ-বন্ধন খোলো।
    অভিসার-নিশি অবসান হল।।
    পান্ডুর চাঁদ হের অস্তাচলে
    জাগিয়া শ্রান্ত-তনু পড়েছে ঢলে,
তার     মল্লিকা১ মালা ম্লান বক্ষতলে —
    অভিমান-অবনত আঁখি তোলো।।

৮৮

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৭।
ডাল মেল, পত্র মেল, ওরে তরুলতা!
কইতে পার, কইতে পার আমার প্রাণের বন্ধু গেল কোথা রে।।
    ও তরু, তোর পাতার কোলে
    ফোটা ফুলের হাসি দোলে রে।
সে কি তোর কুসুমের মালা গলে বসেছিল হোথা রে।।
    তোর ফুল ঝরে যে যথা
    তোর ছায়া থাকে যথা।
ঢেউ-এর মালা গলায় পরে নাচিস নদী জল,
তরী বেয়ে বন্ধু আমার কোথায় গেল বল।
    চাঁদের তিলক প’রে আকাশ
    হেসে হেসে কেন তাকাস?
তোর চাঁদ কি জানে, মোর আকাশের চাঁদেরই বারতা।।

৮৯

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৮।
নিশুতি রাতের শশী গো।
ঘুমায় সকলে নিশীথ নিঝুম
হরিল কে নয়নেরই ঘুম,
কার অভিসারে জাগো গগন-পারে —
চাঁদ ভুলানো সে-কোন রূপসী।।

৯০

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৮৯।
চাঁপা ফুলের পুত্‌লি-ঘেরা চাঁপা রঙের শাড়ি
তারেই দেখতে আকাশ-গাঙে (ওরে) চাঁদ দেয় রে পাড়ি।
তার একটুখানি চোখের আদল বাদল-মেঘে পাও।
                যাও যাও যাও।।

৯১

Re: নজরুলের চন্দ্রপ্রীতি

৯০।
ফুরাবে না এই মালা গাঁথা মোর ফুরাবে না এই ফুল
এই হাসি ঐ চাঁপার সুরভি ভুল নহে, ভুল নহে, নহে ভুল॥
        জানি জানি মোর জীবনের সঞ্চয়,
        রসঘন-মাধুরীতে হবে মধুময়
তবে কেন আমার বকুল-কুঞ্জে বাঁশরি হইল আকুল॥
        কৃষ্ণা তিথিতে নাই যদি হাসে চাঁদ,
        ফুরাবে না মোর পূর্ণ রসের সাধ
যমুনার ঢেউ থাকুক আমার, আমি নাই দেখিলাম কূল॥