টপিকঃ থিম ফরেস্ট বা এনভাটো এলিমেন্ট এর মেম্বারশিপ সাবস্ক্রিপশনের বিস্তারিত
থিমফরেস্ট বা এনভাটো মার্কেট সম্পর্কে আমরা সবাই কম বেশী জানি। এটি হচ্ছে থিম বা টেমপ্লেট কেনার জন্য বিশ্বের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত মার্কেট। এবং সবচেয়ে বেশী থিম প্লাগিন ও ডিজিটাল এসেট কেনা বেচা হয় এখানে।
থিম ফরেস্টের অফিসিয়াল সাইট themeforest.net এবং envato com এ সকল থিম আলাদাভাবে কিনে নিতে হয়। ১০-২০ ডলার থেকে শুরু করে ২০০-৩০০ ডলার পর্যন্ত এক একটি থিমের প্রাইস হয়। অফিসিয়াল লিংকের বাইরে প্যারালাল আরেকটি সাইট রয়েছে elements envato com বা এনভাটো এলিমেন্টস। এখান থেকে আপনি প্রত্যেকটি থিম আলাদাভাবে কিনতে হবে না। বরং একটি নির্দিষ্ট মাসিক সাবস্ক্রিপশন ফি এর বিনিময়ে আনলিমিটেড থিম / প্লাগিন নামিয়ে নিজের স্টকে রাখতে পারবেন।
এই প্রাইজিং যে কোন মুহূর্তে চেঞ্জ হতে পারে। এনভাটোর ওয়েবসাইটে গেলেই কারেন্ট প্রাইসটি পাওয়া যাবে। আমাদের এই আর্টিকেলটি লেখার সময় (২৫-৮-২০২০) এর প্রাইজিং (প্রতি মাসে ১৬.৫ ডলার) এখানে দেয়া আছে।
পূর্বে প্রকাশিতঃ WordPress Solution