টপিকঃ দেখার কি কেউ নেই?
গত ১৫/১২ #ভিসন২০২১ ফোরাম এর চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই (নিআচা) সাংগঠনিক সম্পাদক S M Azad Hossain
একটি ভিডিও শেয়ার করে বলেছে, "দখলকৃত ফুটপথের দু'ধারে দোকান।মূল রাস্তার ৩/৪ ফুট দখল করে দোকানদার টুল নিয়ে বসেছে।পথচারিরা বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলাচল করছে।যেকোন সময় ঘটবে দুর্ঘটনা।এসব দেখার কি কেউ নেই"
তার কথার সাথে একাত্মতা প্রকাশ করে, সংযুক্ত করছি একটি ভিডিও যেখানে ফুটপাত আছে কিন্তু সেখান দিয়ে পথচারী পারাপারে উড়াল সেতু লাগবে...এটি রাজধানীর অভিজাত এলাকায় প্রবেশের প্রধানসড়ক.........