টপিকঃ রবিবাবুর চন্দ্রকণা
আমার ধারনা এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লেখেন নি।
কত-সহস্র কবিতা উনি লিখেছেন!!
কয়েক দিন ধরে চাঁদ নিয়ে ঘাআঘাটি করার সময় হঠাৎ মাথায় এলো বরিবাবুর কি কি ছড়া-কবিতা-গানে চাঁদের উপস্থিতি আছে তা খুঁজে দেখি।
মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে, ফলাফল দেখে আমার মাথায় চাঁদ ভেঙ্গে পড়েছে।
বরিবাবুর ছড়া-কবিতা-গানে যেখানে যেখানে চাঁদের উল্লেখ আছে সেগুলি এইখানে দিচ্ছি দেখেন।
১। যেতে যেতে পথে পূর্ণিমারাতে চাঁদ উঠেছিল গগনে।
দেখা হয়েছিল তোমাতে আমাতে কী জানি কী মহা লগনে।