টপিকঃ কি ক্ষতি উৎসব যদি হয় মৌন
করোনার কারণে -
মসজিদে জুম্মা সহ সকল নামাজ জামাত বন্ধ হয়
রমজানে মসজিদে তারাবি হয়নি
রামজানের ঈদে ঈদ্গাহে ঈদের জামাত হয়নি
হজ্জ হচ্ছেনা,
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ,
বিশ্ব অলিম্পিক স্থগিত,
সারা বিশ্বের বিমানগুলো আকাশ থেকে নামিয়ে গ্রাউন্ড করে রাখা হয়েছে,
লাখ লাখ শিক্ষার্থীর ফাইনাল পরীক্ষা সহ ভবিষ্যৎ শিক্ষাজীবন অনিশ্চয়তায় দুলছে,
লাখ লাখ মানুষ পানি বন্ধি বন্যার কারণে, গৃহবন্ধি করোনার কারণে,
অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে,
বিশ্ব অর্থনীতি শতাব্দির ভয়াবহতম বিপর্যয়ে পতিত;
কি ক্ষতি যদি এবারের কোরবানের ঈদের উৎসব হয় মৌন