টপিকঃ ফুলের নাম : বাদুড় ফুল
বাদুর ফুল
অন্যান্য ও আঞ্চলিক নাম : বাদুর-মুখো ফুল
Common Name : Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower.
Scientific Name : Tacca chantrieri.
বাদুড় ফুল যেমন নাম তেমনি দেখতে। প্রকৃতিতে কালো ফুলের দেখা খুব বেশি মেলে না। তাই কালো ফুলের আলাদা একটা কদর আছে সব সময়ই। তবে এই বাদুর ফুলের হিসাবটা আলাদা। অনেকেই মনে করনে এটি দেখতে বিদগুটে। কেউ কেউ বলেন এটির নাম হওয়া উচিত এ্যালিয়েন ফুল। এর ইংরেজি নাম (Bat Flower, Cat's Whiskers, Devil Flower, Black Bat Flower) গুলির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় বাদুড় ফুল, বিড়ালের গোঁফ ফুল, শয়তান ফুল, কালো বাদুড় ফুল ইত্যাদি। অবশ্য এরা কালো ছাড়া সাদা রঙেরও হয়ে থাকে, সেগুলিকে সাদা বাদুর ফুল বলে। এদের অন্তত ১৬টি প্রজাতি রয়েছে। যাদের মধ্যে অন্তত ১৩টি এই এশিয়ার স্থানীয়।
ফুলের পাশে দিয়ে যে কেশর গুলি বের হয় সেগুলি দেখতে বিরালের গোঁফের মতো মনে হয় বলে Cat's Whiskers Flower নামেও ডাকা হয় একে। এই ফুলের ফরাসি নাম “Moustaches de tigre” যার অর্থ “বাঘের গোঁফ”।
অনেকের মতেই অস্বাভাবিক কালো ফুলগুলি বিড়ালের লম্বা গোঁফ যুক্ত ডানা মেলা কালো বাদুড়ের মতো দেখায়। তবে আমার কাছে একে দেখতে খারাপ বা বিদঘুটে লাগেনি। বরং এদের আশ্চর্যজনক সৌন্দর্য, মন্ত্রমুগ্ধ করেছে। সুযোগ হলে এদের অবশ্যই আমি আমার বাগানে বিশেষ স্থান দিবো। কারণ এটি একটি বিরল এবং রং এর জন্য অস্বাভাবিক উদ্ভিদ বলা চলে। ফুলের কোনও উল্লেখযোগ্য সুগন্ধ নেই। অনেকে বলেন তারা একটা বাজে গন্ধ পান, তবে সেটা তাদের কল্পনাপ্রসূত হতে পারে।
এরা কন্দযুক্ত বহুবর্ষজীবী হয়। কন্দ ও শিকড় থেকে বংশ বিস্তার করে। কন্দের ঔষধী গুণ রয়েছে। জাপান ও চীনে অনেক আগে থেকে এদের চাষ করা হয়।
সরাসরি কন্দের সাথে সংযুক্ত দীর্ঘায়িত, সরল পাতাগুলি সোজা উপরের দিকে উঠে যায়। তাদের মাঝখানে একটি দীর্ঘ দণ্ডের চূড়ায় ফুলটি ফোটে। উদ্ভিদের সবচেয়ে দর্শনীয় অংশটি নিঃসন্দেহে এই ডানা মেলে থাকা কালো ফুলটি।
ছবি তোলার স্থান : কার্জন হল, ঢাকা বাংলাদেশ।
ছবি তোলার তারিখ : ২৯/০৪/২০১৮ ইং