টপিকঃ শখের প্রাপ্তি - মে ২০১৯
২০১৮ সালের মাঝামাঝিতে হঠাত করে নজরে আসে ফেইস বুকে ফটোগ্রাফির কিছু গ্রুপ আছে। অনেকেই সেখানে নিজর তোলা ছবি শেয়ার করে। প্রতিদিনের শেয়ার হওয়া ছবিগুলি থেকে ভালো কিছু ছবিকে দিনের সেরা ছবি হিসেবে এ্যাডমিনরা নির্বাচন করে। আমিও তখন থেকে সেই সব গ্রুপে ছবি দিতে শুরু করি এবং তখন থেকে এখন পর্যন্ত আমার তোলা বেশ কিছু ছবি বিভিন্ন গ্রুপে বেস্ট ছবি হিসেবে নির্বাচিত হয়েছে-হচ্ছে।
সেই সব ছবি গুলি আছে -
শখের প্রাপ্তি - ২০১৮
শখের প্রাপ্তি - জানুয়ারি ২০১৯
শখের প্রাপ্তি - ফেব্রুয়ারি ২০১৯
শখের প্রাপ্তি - মার্চ ২০১৯
শখের প্রাপ্তি - এপ্রিল ২০১৯
আমার তোলা ছবি ২০১৯ ইং সালের মে মাসে বেস্ট ছবি হিসেবে নির্বাচিত হয় ৩৩০ বার। সেই ছবি গুলি রইলো এখানে।