টপিকঃ ইদ কোথায়?
ইদ কোথায়?
========
সবাই বলে ইদ এসেছে ইদ এসেছে, কোথায়?
খুজি হেথায় সেথায় সারা ঘরে , খুজি বারান্দায়,
আকাশে খুজি সেথায় নীল আকাশ আর সাদা মেঘ রাশি রাশি
সামনের দিকে খুজি যতদূর চোখ যায় অট্টালিকা সারি সারি,
বাতাসে খুজিসে ত এক দিক দিকে আরেক দিকে বহমান
ফটপাতে শুয়ে আছে অনেক মানুষ যারা ভাসমান,
বয়াস্কা ভিখারী বাটি হাতে দারে দারে ভিক্ষে চাচ্ছে
ক্ষুধার্ত কুকুর খাদ্য চাই বলে ঘেউ ঘেউ করছে,
গলির মুখে বস্তির উলঙ্গ ছোটছোট শিশুদের দৌড়াদৌড়ি
চলছে দ্রুতগতিতে প্রাইভেট গাড়িগুলো ছোটাছুটি,
পাশের বাড়িতে বুক ফাটা আর্ত চিৎকার
হয়েছে সন্তান সড়কে হত্যাকাণ্ডের শিকার,
বিদ্যুতেরতারে বসা কাক গুলো আশেপাশে খাবার খুঁজছে
মাঝে মধ্যে তীব্র হর্নে বাইক গুলো ছুটছে ক্ষ্যাপা পাগল বেশে,
ধনীর দুলালীগুলো দামী কাপড় আর কড়া মেকআপে ছুটোছুটি
ছেলে গুলো পিছুপিছু যেন গায়ে বাঘা তেঁতুলের সুড়সুড়ি,
বড় বড় অট্টালিকা থেকে খাবারের গন্ধ বাতাসে ভাসছে
পাসের বস্তি থেকে ক্ষুধায় শিশুর চিৎকার আসছে ভেসে,
গরিবের ঘরে অভাব অনটনে কান্না
ধনীদের ধন দৌলতের বন্যা
সড়কে লাশ আর লাশ
ঘাতকদের উল্লাস,
অসুস্থ আহতরা হাসপাতালের বারান্দায়
যন্ত্রণাদায়ক মৃত্যু বিনা চিকিৎসায়,
সবইত আগের মতই
তবে ইদ কৈ?
সব দিন যদি একই হবে
ইদ দিয়ে কি হবে?
বি।দ্রঃ ছড়া হল কি কবিতা হল জানিনা তবে মনের জিদের কথা গুলো লিখতে চেষ্টা করছি,
ফোরামে ১৩ বছর কিন্তু ছড়া / কবিতায় ঢুকিনি