টপিকঃ ঈদ - মানুষ মানুষের জন্য
দেশে এখনও যাকাত ইফতার জাকাত ও একবেলা খাওবার জন্য এর জন্যে পায়ের নিচে পিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, চালের দাম বৃদ্ধির ফলে ৫ লাখ ২০ হাজার লোক নতুন করে দরিদ্র হয়েছে, প্রায় ২৮ লাখ মানুষ বেকার, পোশাক কারখানায় ৪৪ লাখ লোক, গৃহহীন কোটি মানুষ, প্রভাবশালীরা দরিদ্র মানুষের পণ্য চাল- তেল-নগদ অর্থ আত্মসাৎ করে, বিনা চিকিৎসায় মানুষ মরে, সড়কে বাধাহীন হত্যাকাণ্ড, করোনা মহামিরতে- এক দল জীবনের ঝুঁকিতে জীবিকার সংগ্রাম- অন্যদল ঘরে বসেই বেতন- বোনাস ভাতা, সে দেশে ঈদ এর মত বিলাসিতা মানায় না। এতে করে তাদের সাথে সাথে অন্য দের লোভের মাত্রা টাও বাড়িয়ে দেওয়া হবে।